আলিপুরদুয়ার, ৬ এপ্রিলঃ আলিপুরদুয়ারে বিজেপিকে ভোট দিলে আবার তরাই-ডুয়ার্সে দাঙ্গার আগুন জ্বলবে। এখানে কেউ শান্তিতে থাকতে পারবে না। আমি দাঙ্গা করতে দেব না। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। শনিবার বারোবিশা ও হাসিমারায় পরপর দুটি জনসভায় এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দশরথ তির্কী, মোর্চা নেতা বিনয় তামাং, আদিবাসী বিকাশ পরিষদের নেতা বিরসা তীরকি, তরাই ও ডুয়ার্সের তৃণমূল কংগ্রেস নেতা মোহন শর্মা।
মমতা বলেন, ‘পাহাড় ও সমতলের মধ্যে কোনো পার্থক্য নেই। সবাই একসঙ্গে কাজ করছি।’ আলিপুরদুয়ারে বিজেপিকে আটকাতে তিনি পাহাড় ও সমতলের মধ্যে শান্তির সেতু, উন্নয়নের সেতু গড়ে তোলার কথা বলেন।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই প্রধানমন্ত্রীর একটাই কাজ। নিজেকে হাইলাইট করা। নিজের নামে সিনেমা বানিয়েছেন। এমনকি নিজের নামে কোটের নাম রাখা হয়েছে ‘মোদিকোট’। তাঁর ৫৬ ইঞ্চি বুকের ছাতি। কিন্তু, ৫৬০টি মিথ্যা কথা বলেন। গত বিধানসভা ভোট আলিপুরদুয়ারে এসে বলেছিলেন, এখানকার বন্ধ চা বাগান খুলে দেবেন। কিন্তু তা করেননি। বন্ধ চা বাগান আমরাই খোলার চেষ্টা করছি।’
মমতা বলেন, ‘বিজেপি দেশের মধ্যে দাঙ্গা লাগাতে চায়। অসম থেকে হিন্দুকে, গুজরাট থেকে বিহারীদের সরিয়ে দিতে চায়। এরা রাম মন্দিরের কথা বলে পাঁচ বছর আগে ভোট করেছিল। কোথায় গেল রাম মন্দির? বিজেপির উগ্র হিদুত্ববাদের পিছনে আরএসএস-এর হাত আছে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী। বলেন, ‘আগে আরএসএস-এর একটা সম্মান ছিল। এখন তারা সমাজসেবার বদলে রাজনীতি করছে। তাদের এইভাবে রাজনীতি করা উচিত না।’
The post দাঙ্গা করতে দেব না, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুতঃ মুখ্যমন্ত্রী appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2D3oYsD
April 06, 2019 at 10:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন