ঢাকা, ২৯ এপ্রিল- এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ সাকিব আল হাসানকে দলে নিয়ে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখায় বিরক্তি প্রকাশ করেছিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানিয়েছিলেন, সাকিবকে না খেলিয়ে বসিয়ে রাখা হলে তাকে দেশে ফেরত আনা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির এমন হুমকিতেই হয়তো সাকিবকে এরপর দুই ম্যাচ খেলায় হায়দরাবাদ। তবে প্রত্যাশিত পারফর্ম করতে না পারায় বিশ্বকাপ খেলার জন্য সাকিবকে ছেড়ে দেয় আইপিএলের দলটি। রোববার বিকালে ভারত থেকে দেশে ফেরেন সাকিব। অথচ বিসিবি সভাপতি জানেন না, সাকিব দেশে ফিরেছেন। এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, দুঃখজনক, আর কী বলব, আজ আমি (ক্রিকেট বোর্ডে) এসেই জিজ্ঞেস করেছি। এমনকি আমি যখন স্টেডিয়ামে ঢুকি তখন তাকে (সাকিবকে) ফোন করেছিলাম। জিজ্ঞেস করলাম- কোথায় তুমি? বলল- আমি তো চলে এসেছি। ও যে দেশে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি। সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। বলল, আমি তো বেরিয়ে গেছি। সূত্র: যুগান্তর আর এস/ ২৯ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PzeR41
April 30, 2019 at 01:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন