শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ গোর্খা জনমুক্তি মোর্চার দুই গোষ্ঠীর মধ্যে বিরোধের জেরে কালিম্পংয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। শনিবার বিনয় তামাংপন্থী যুব মোর্চার কোষাধ্যক্ষ অসিত রাইয়ের গাড়িতে ভাঙচুর করে একদল দুষ্কৃতী। তবে, গাড়িতে থাকলেও অসিত তেমন চোট পাননি। অভিযোগ, বিমল গুরুংপন্থী মোর্চা শিবির এই হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার লোকসভা ভোট চলাকালীন কালিম্পংয়ে মল্লি রোডে বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট তথা বিমল গোষ্ঠীর মোর্চা নেতা তোপদেন ভুটিয়ার গাড়িতে হামলা হয়েছিল। সেই ঘটনাতে বিনয়পন্থীদের বিরুদ্ধে অভিযোগ ছিল। তারই পালটা হিসাবে এদিনের এই হামলা বলে মনে করছে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, এদিন দুপুরে কালিম্পংয়ের ১১ মাইলে গ্রাহামস্ হোমস্ স্কুলের কাছে অসিত রাইয়ের গাড়িতে হামলা হয়। সেই সময় গাড়িতেই ছিলেন অসিত। কয়েকজন দুষ্কৃতী গাড়ির সামনে এবং পিছনের কাচ ভেঙে পালিয়ে যায়। খবর পেয়ে দলের মোর্চা নেতাকর্মী এলাকায় পৌঁছান। গাড়িটি কালিম্পংয়ে ডম্বর চকে নিয়ে আসা হয়। এরপরেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অসিত।
অন্যদিকে, মোর্চার পক্ষ থেকে গোটা কালিম্পং শহরেই ঘটনার প্রতিবাদ করে দেওয়ালে পোস্টার সাঁটা হয়। সেখানে বিমল গুরুংপন্থীদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কালিম্পং জেলা যুব মোর্চার সম্পাদক অমির বসনেট বলেন, ‘পরিকল্পিতভাবে বিমলপন্থী গোষ্ঠী এই কাণ্ড ঘটিয়েছে।’ পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সংবাদদাতাঃ রণজিৎ ঘোষ
The post কালিম্পংয়ে বিনয়পন্থী নেতার গাড়িতে হামলা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GxELlC
April 20, 2019 at 09:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন