ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনা নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। নুসরাত শিরোনামে এই চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার কাজে হাত দিয়েছেন তিনি। খুব শিগগিরই শিল্পী নির্বাচন হবে এবং শুটিং শুরু করবেন। এই প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশে নারী নির্যাতন যৌন হয়রানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নির্মমভাবে জীবন দিতে হলো নুসরাতকে। তাই একজন মানুষ হিসেবে একজন পরিচালক হিসেবে নুসরাতের এমন করুণ মৃত্যুর দায় আমরা এড়িয়ে যেতে পারি না। আমি আমার সেই দায় থেকেই তার কাহিনি নিয়ে চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের সর্বাধিক সংখ্যক চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু আরো জানান, নুসরাত শিরোনামে চলচ্চিত্রের মধ্যে বাংলাদেশের নারী স্বাধীনতা নারী নিরাপত্তা নারীর সম্মান এবং স্কুল কলেজ মাদ্রাসায় পড়ুয়া মেয়েদের প্রতি শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে তুলে ধরা হবে। সর্বোপরি নুসরাত চলচ্চিত্রটি হবে নুসরাতের দেশ প্রেম নিয়ে বেড়ে ওঠা, মাদ্রাসায় পরীক্ষার সময় তার প্রতি অমানবিক আচরণ, অধ্যক্ষের হীন লালসার শিকার হয়ে নুসরাতের করুণ মৃত্যুসহ অন্যান্য বিষয় নিয়ে। এছাড়াও দেশে বিদেশে নুসরাত হত্যার প্রতিবাদ, ধিক্কার, হাজারো মানুষের চোখের জল, একজন সন্তান হারানো পিতা এবং মাতার অশ্রু বিসর্জনের ঘটনাগুলোও তুলে ধরা হবে। যৌন নির্যাতনে অধ্যক্ষের বিরুদ্ধে নুসরাতের প্রতিবাদ, আগুনে পুড়িয়ে দেওয়া নুসরাতের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আর্তচিৎকার, শেষ মুহূর্তে মৃত্যুর কাছে হেরে যাওয়া এবং একটি রাষ্ট্রের কাঠামো সার্বভৌমত্ব স্বাধীনতাও স্থান পাবে চিত্রনাট্য ও চিত্রায়ণে। তৎসঙ্গে নুসরাতের কি অপরাধ ছিল- এমন প্রশ্ন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু জাতির সামনে তুলে ধরবেন বলে জানান। এমএ/ ০০:০০/ ১৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2V9i3IU
April 17, 2019 at 06:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top