ঢাকা, ০৮ এপ্রিল- বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠানের এক সহকর্মী ৫৩ লাখ টাকা নিয়ে পালিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। রবিবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ জানান। অভিযুক্তরা হলেন- প্রতিষ্ঠানের অ্যাকাউন্টার মো: জহিরুল ইসলাম (৩৯) এবং ড্রাইভার শহীদ বিশ্বাস (৩৭)। উক্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা বোরবার (৭ এপ্রিল) একে অপরের সাথে যোগাযোগ রেখে দীর্ঘদিন পরিকল্পনা করে উক্ত টাকা (৫৭ লাখ) ব্যাংকে জমা না দিয়ে হাতিয়ে নেয়। সেইসাথে অনন্তর ব্যবহৃত গাড়ি যার নং ঢাকা মেট্রো চ-৫৩-২০৫৯। গাড়িটি সাভার মডেল থানাধীন পার্বতী নগর সোনালী ব্যাংক শাখার সামনে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে রোববার রাতে অনন্ত জলিল জানান, এই ঘটনার মূল হোতা জহিরুল ইসলাম। তার পরিকল্পনায় এই টাকা আত্মসাৎ করা হয়েছে। যেহেতু সে আমার অ্যাকাউন্টার এবং ড্রাইভারের সাথে তার ভালো সাক্ষাৎ রয়েছে। তিনি বলেন, আমি ঘটনা শোনার পর সাভার থানায় অভিযোগ করেছি এবং ইতিমধ্যে জহিরুল ইসলামকে আমার অফিস থেকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে সে টাকা আত্মসাৎয়ের কথা স্বীকার করেছে। কিন্তু বিস্তারিত এখনও জানা যায়নি। তবে এই ঘটনার আরেক হোতা শহীদ বিশ্বাস পলাতক রয়েছে। এর আগে অনন্ত জলিল তার ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বিকেল ৫টার দিকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমার ভক্তদের কাছে আমি আজকে একটি সাহায্য চাচ্ছি। আপনারা সবাই জানেন ১৯৯৬ সাল থেকে সাভারের হেমায়েতপুরে অবস্থিত এ জে আই গ্রুপ সুনামের সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। আজ আমার ফ্যাক্টরির এক ড্রাইভার মোঃ শহিদ মিয়া ৫৩ লক্ষ টাকা ফ্যাক্টরির গ্যাস বিল না দিয়ে টাকা গুলো নিয়ে পালিয়ে গেছে। ফ্যাক্টরির ফ্যাক্টরির একজন একাউন্টেন্ট মো: জহির তার সঙ্গে ছিল জহির সোনালী ব্যাংকে ভ্যাট দিতে ঢুকে ছিল এবং গাড়িতে টাকাগুলো সহ ড্রাইভারকে সাবধানে দেখাশোনার জন্য বলে গিয়েছিল।জহির সোনালী ব্যাংকে যাওয়ার পর সে সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। আমি তার যাবতীয় ইনফরমেশন শেয়ার করলাম। অলরেডি থানায় মামলা করা হয়েছে। যে এই প্রতারককে ধরিয়ে দিতে পারবে তাকে আমি অনন্ত জলিল নিজ হাতে পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আর/০৮:১৪/০৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2D5CFrc
April 08, 2019 at 03:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top