মুম্বাই, ২৬ এপ্রিল- মেহের জেসিয়ার সঙ্গে ২০১৮ সালে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন বলিউড তারকা অর্জুন রামপাল। যদিও সে বিয়ে এখনও আইনি পদ্ধতিতে ভেঙে যায়নি। তবে এরই মধ্যে সন্তান সম্ভবা হয়েছেন ড্যাডি খ্যাত অভিনেতার বন্ধবী দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী ও মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। বিষয়টি নিয়ে বলিউডে কানাঘুষা হলেও কখনও কথা বলেননি অর্জুনের প্রথম স্ত্রী মেহের জেসিয়া। সম্প্রতি অর্জুনের বাবা হওয়ার খবরে নিজের অনুভতি প্রকাষ করেছেন প্রাক্তন এই মডেল। মুম্বাই মিররে প্রকাশিত প্রতিবেদন জানা গেছে; মেহের জানিয়েছেন, সাবেক স্বামী ও তার বান্ধবীর নতুন করে সংসার শুরু করা নিয়ে কোনো সমস্যা নেই তার। মেহেরের এক ঘনিষ্ঠ বন্ধু ভারতীয় গণমাধ্যমে জানিয়েছেন, গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের মা হওয়ার খবর খুব স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন মেহের। যদিও অর্জুন ও তার বিয়ের সম্পর্ক ভেঙেছে অনেক তিক্ততা নিয়ে। তাদের বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। মেহের আপাতত তার দুই সন্তান নিয়ে ব্যস্ত। সম্প্রতি প্রেমিকা অন্তঃসত্ত্বা গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েদসের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অর্জুন। ক্যাপশনে তিনি লিখেছেন, এই বেবির জন্য ধন্যবাদ বেবি। একই ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলাও লিখেছেন, তোমার কাছে কৃতজ্ঞ। তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে আইপিএল পরবর্তী পার্টিতে দেখা হয় অর্জুন-গ্যাব্রিয়েলার। তার কয়েক বছর পর ফের তাদের দেখা হয়। আর তারপরই শুরু হয় ডেটিং। গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার মডেল ও অভিনেত্রী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মা মারা যাওয়ার সময় অর্জুনের পাশে দেখা গেছে তার প্রেমিকাকে। ২০১৪ সালে সোমালি কেবলের সঙ্গে বলিউডে ডেবিউ করেন গ্যাব্রিয়েলা। ২০১৬ সালে একটি তেলুগু ছবিতেও তার স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স ছিল। উল্লেখ্য, অর্জুন রামপাল ও মেহর জেসিয়ার ঘরে মাহিকা ও মায়রা নামে দুটি সন্তান রয়েছে। আর/০৮:১৪/২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2L5tBJm
April 27, 2019 at 05:23AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top