দিসপুর, ১০ এপ্রিল- ভারতের আসামে গরুর মাংস বিক্রির অভিযোগ তুলে শওকত আলী নামে এক ব্যক্তিকে হেনস্তা করা হয়েছে। তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের বিশ্বনাথ জেলায়। সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে শোনা যায়, কিছু লোক শওকত আলীকে জিজ্ঞেস করছেন, কেন তুমি এখানে এই মাংস বিক্রি করতে এনেছ? আরেকজন তাকে প্রশ্ন করছেন, তুমি কি বাংলাদেশি? এনআরসিতে (নাগরিকপঞ্জি) কি তোমার নাম আছে? ইন্ডিয়ার এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গত রোববার বিশ্বনাথ জেলার একজন বাসিন্দা শওকত আলীকে টার্গেট করে দাঙ্গাবাজরা। তাদের অভিযোগ, তিনি গরুর মাংস বিক্রি করেছেন। এজন্য তাকে মৌখিক প্রশ্নবাণে জর্জরিত হতে হয়। শুধু তাই নয়, তাকে নির্যাতনের পাশাপাশি হত্যার হুমকিও দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে, শওকত আলী মাটিতে বসে আছেন। এ সময় তাকে প্রশ্নবাণে জর্জরিত করছে কিছু মানুষ। মৌখিক নির্যাতনও করা হচ্ছে। এক পর্যায়ে তাদের একজনকে দেখা যায় এক টুকরো কাঁচা শূকরের মাংস নিয়ে জোর করে খাওয়াচ্ছেন শওকত আলীকে। শওকত আলীকে এভাবে নির্যাতনের বিষয়ে পুলিশে অভিযোগ করেছে তার পরিবার। তাতে দাবি করা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য শওকত আলীকে জোর করে কাঁচা শূকরের মাংস খাওয়ানো হয়েছে। বিশ্বনাথের পুলিশ সুপার রাকেশ রোউশন বলেছেন, এই ভিডিওটি জেনুইন মনে হচ্ছে। শওকত আলীর পরিবারের পক্ষ থেকে করা একটি এফআইআর গ্রহণ করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এন এ/১০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2KlkMdS
April 10, 2019 at 06:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top