সকালে মোদি, দুপুরে মমতা-আজ সবার নজর উত্তরবঙ্গে

কোচবিহার, ৭ এপ্রিলঃ কয়েকদিন আগেই শিলিগুড়িতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে উন্নয়নের স্পিডব্রেকার হিসাবে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনই নরেন্দ্র মোদিকে এক্সাপায়ারি বাবু বলে কটাক্ষ ফিরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার ফের দুজনের দ্বৈরথ দেখার অপেক্ষায় উত্তরবঙ্গ। রবিবার সকালে কোচবিহারের রাসমেলার মাঠে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি সভা নিয়ে তৃণমূল-বিজেপির দ্বন্দ্ব নিয়ে মমতাকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘উলটোদিকে মঞ্চ বানানো হয়েছে, যাতে আপনাদের অসুবিধা হয়। ছোট বাচ্চার মতো করে নির্বাচন জেতা যায় নাকি!’ এদিন মোদির প্রায় আধঘণ্টার বক্তব্যের মধ্যে সিংহভাগই ছিল মমতা সরকারের বিরোধিতা৷  আজকেই ময়নাগুড়ির চূড়াভাণ্ডার ও আলিপুরদুয়ারের ফালাকাটায় জনসভা করবেন মমতা। গতকাল আলিপুরদুয়ারের বারবিশায় সভা করে মমতা অভিযোগ করেছিলেন, বিজেপির কথায় চলছে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কোচবিহারে রবিবারের সকালে যেভাবে মমতাকে প্রধানমন্ত্রী আক্রমণ করেছেন, তাতে মুখ্যমন্ত্রীও ছেড়ে কথা বলবেন না। এদিন তিনি আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে পারেন।

The post সকালে মোদি, দুপুরে মমতা-আজ সবার নজর উত্তরবঙ্গে appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2I48rZO

April 07, 2019 at 01:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top