মুম্বাই, ২৭ এপ্রিল- আগমী ৩০ মে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের স্পিনার রশিদ খানের পারফরমেন্স দেখঅর অপেক্ষা আছেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার। সম্প্রতি রশিদ খানের এক টুইটের জবাবে এমনটা বলেছেন শচিন। গত ২৪ই এপ্রিল নিজের ৪৬তম জন্মদিন পালন করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে একশ সেঞ্চুরির মালিক শচিন। জন্মদিনে তাকে টুইটের মাধ্যমে শুভেচ্ছা জানান রশিদ। রশিদ লিখেছেন, জন্মদিনে বিশেষ মানুষ শচিন স্যারকে শুভেচ্ছা। আপনি আমাদের অনুপ্রাণিত করতে থাকেন। আপনার সাথে দেখা করার জন্য মুখিয়ে আছি। ছবি সম্বলিত এই টুইটের জবাব দিয়েছেন শচিন। ২৬ই এপ্রিল দেওয়া জবাবে শচিন লিখেছেন, শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। আইপিএলে আমি তোমার পারফরমেন্স দেখছি, আর বিশ্বকাপে তোমার পারফরমেন্স দেখার জন্য আমি অপেক্ষায় আছি। চলমান আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দশটি ম্যাচেই খেলেছেন রশিদ। দশটি উইকেট নিয়েছেন তিনি। বিশ্বকাপে ২০ বছর বয়সী এই লেগস্পিনার কেমন পারফরম করেন, এটাই এখন দেখার বিষয়। আর/০৮:১৪/২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Dzw3S4
April 27, 2019 at 06:49PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top