রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন দম্পতিকে নিয়ে ভক্তদের মধ্যে উৎসাহ উত্তেজনা চিরকাল। তাদের মতো সুখী দম্পতি নাকি বলিউডে আর কেউ নেই! আর তাদের ব্যক্তিগত জীবন সবসময়েই ভক্তদের লেন্সের ফোকাসে! কিন্তু, সেই সুখের দাম্পত্যজীবন এখন নাকি অসুখী। কিন্তু হঠাৎ এমন কী হলো, যার জন্য বিয়ের পাঁচ মাসের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটছেন তারা? দীপিকা-রণবীরের বিচ্ছেদের খবর চাউর হতেই বলিউডের অন্দরে হায় হায় রব উঠেছে। শোনা গিয়েছে, রণবীরের ঘনিষ্ঠ বন্ধু অর্জুন মধ্যস্থতার জন্য ফোন করেছেন প্রিয় বন্ধু রণবীরকে। একদিকে অর্জুন যখন সপ্তাহ দুয়েকের মধ্যেই মালাইকার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন, তখন বন্ধু রণবীর বিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু কেন এমনটা হল? শোনা যাচ্ছে, রণবীরের অদ্ভূত কাণ্ডকারখানায় মেজাজ হারিয়ে ফেলছেন দীপিকা। স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছেছে যে ছপাক-এর সেট ছেড়ে চলে এসেছিলেন অভিনেত্রী। দীপিকা বক্তব্য, রণবীরের পোশাক নির্বাচন তার এক্কেবারেই পছন্দ নয়। একথা তিনি প্রকাশ্যেও একবার জানিয়েছেন। তাছাড়া, রণবীর যেরকম পোশাক পরেন, তাতে নাকি প্রকাশ্যে দীপিকার ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। ঘনিষ্ঠ মহলে, মাঝেমধ্যেই রণবীরকে নিয়ে হাসিঠাট্টা হয়। আর স্ত্রী হয়ে, স্বামীর এ নিন্দা বা সমালোচনা কারই বা শুনতে ভাল লাগে!ভেবেছিলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে একসঙ্গে থাকতে থাকতে, কিন্তু তা আর হয়নি! সম্প্রতি এক গেট টুগেদারে নাকি রণবীরকে কষিয়ে চড় মেরেছিলেন স্ত্রী দীপিকা। প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর ইতালির লেক কোমোয় রাজকীয়ভাবে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে কোঙ্কণী এবং সিন্ধি মতে বিয়ে করেন দীপিকা-রণবীর। কিন্তু বিয়ের পাঁচ মাসের মধ্যেই দাম্পত্য কলহে অস্থির অভিনেত্রী। দীপিকার এই সিদ্ধান্তে হতবাক অনেকেই। এমএ/ ০৪:২২/ ০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JXhOvS
April 01, 2019 at 10:40PM
01 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top