মানামা, ২৬ এপ্রিল- বাহরাইনে গলায় ফাঁসি লাগিয়ে মনিরুল ইসলাম (৩৪) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। পরে লাশ উদ্ধার করে স্থানীয় মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। বুধবার(২৫ এপ্রিল) দিবাগত রাতে স্থানীয় জিদহাফস নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে স্থানীয় মানামা সালমানিয়া মেডিকেল কমপ্লেক্সে রাখেন স্থানীয় পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। মনির চট্টগ্রাম জেলার সন্দীপের বাউরিয়া ওয়ার্ডের সাবের আহম্মদের ছেলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। তিনি বৈধ শ্রমিক, তার নিয়োগ কর্তা রয়েছেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার। এ বিষয়ে তিনি আরো বলেন, বৈধ হওয়ায় মৃতদেহ দ্রুত দেশে প্রেরণ সহজ হবে। রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমানের নির্দেশে দূতাবাসের পক্ষে থেকে যথাযথ আইনি প্রক্রিয়ায় কাজ করছেন তিনি। এমএ/ ১১:৫৫/ ২৬ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZrE0Sy
April 26, 2019 at 06:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন