রিয়াদ, ০৫ এপ্রিল- অনেক বছরের ইতিহাস ভেঙ্গে গত বছরের জুনে সৌদি আরবের নারীরা গাড়ি চালানোর অনুমতি পায়। যদিও লাইসেন্স পেতে ঘরের পুরুষদের অনুমতি প্রয়োজন। তবুও থেমে নেই তারা। তেমনই এক রেসার ২৭ বছর বয়সী রিমা। গত বছরের অক্টোবরে রেসিং জগতে প্রবেশ করেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে সৌদি এই নারী। অল্প কয়েক দিনেই ঘরোয়াতে নিজের যোগ্যতা প্রমান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশের পথে রিমা জুফালি। আগামী সপ্তাহে দেশটির প্রথম নারী ড্রাইভার হিসেবে এফ৪ রেসিং জগতে অভিষেক হতে চলেছে ২৭ বছর বয়সী রিমার। একে তো নারী ড্রাইভার, তাও আবার সৌদির মতো রক্ষণশীল দেশের প্রথম। চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত বলে বিবিসিকে জানিয়েছেন রিমা, এ অংশগ্রহণ আমার ও দেশের জন্য ভীষণ গর্বের। বছরটা খুব কঠিন হতে চলেছে। তবে আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এফ৪র বর্তমান চ্যাম্পিয়ন ডাবল আর রেসিংয়ের হয়ে সার্কিটে নামবেন রিমা। পাশে পাচ্ছেন দুই অভিজ্ঞ ড্রাইভার লুইস ফস্টার ও সেবাস্টিয়ান আলভারেজকে। এন এ/ ০৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WOqTsx
April 05, 2019 at 04:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top