উত্তরে আজ মোদি-মমতা ডার্বি

 

ওয়েব ডেস্ক, ৩ এপ্রিলঃ উত্তরবঙ্গের দখল নিতে চূড়ান্ত লড়াই শুরু। বুধবারই তার সূচনা হচ্ছে মোদি-মমতার হাই ভোল্টেজ ডার্বিতে। এদিন দুপুরে শিলিগুড়ির লাগোয়া কাওয়াখালিতে সভা করবেন প্রধানমন্ত্রী। তার কয়েকঘণ্টা পরেই কোচবিহারের দিনহাটায় মুখ্যমন্ত্রীর সভা। উত্তরবঙ্গ ও লোকসভা ভোট নিয়ে নরেন্দ্র মোদি কী বলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার কী জবাব দেন, আপাতত তারজন্যই অপেক্ষা করছে উত্তরবঙ্গ ও রাজ্যের আমজনতা।

এদিন দুপুর একটায় বাগডোগরায় এসে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সোজা আসবেন কাওয়াখালির সভামঞ্চে। সভা করেই তিনি বিশেষ বিমানে চলে যাবেন কলকাতায়। ব্রিগেডে তাঁর দ্বিতীয় জনসভা। কাওয়াখালির সভায় পাহাড় নিয়ে বিজেপি তাদের দলীয় অবস্থান স্পষ্ট করে কিনা, সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহলও। উল্লেখযোগ্য, আজই সুপ্রিম কোর্ট বিমল গুরুং-রোশন গিরিদের জামিন মামলার রায় জানাতে পারে।

বিজেপির অবস্থান বুঝে নিয়েই দিনহাটার জনসভা থেকে তার জবাব দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই তাঁর উত্তরবঙ্গ-অসম সফর শুরু। দিনহাটার সংহতি ময়দানে আজ সভার পর বৃহস্পতিবার তিনি সভা করবেন মাথাভাঙ্গায়। কোচবিহারের রাসমেলার মাঠেও তাঁর জনসভা করার কথা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ও কালচিনিতেও তৃণমূল নেত্রী সভা করবেন। ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে যে মাঠে একমাস আগে প্রধানমন্ত্রী সভা করেছিলেন সেখানেই সভা করবেন মুখ্যমন্ত্রীও।

ছবি- দিনহাটার সংহতি ময়দানে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি।- শুভঙ্কর সাহা

 

 

The post উত্তরে আজ মোদি-মমতা ডার্বি appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2YKhYdy

April 03, 2019 at 10:40AM
03 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top