রাম নবমী উপলক্ষ্যে শোভাযাত্রা চাঁচল এবং বালুরঘাটে

চাঁচল ও বালুরঘাট, ১৪ এপ্রিলঃ রাম নবমী উপলক্ষ্যে চাঁচলে মিছিল। রবিবার চাঁচলের সুকান্তপল্লী এলাকার রামলীলা ময়দান থেকে মিছিলটি শুরু হয় যা চাঁচল দুর্গাবাড়ি এলাকা দিয়ে গোটা শহর পরিক্রমা করার পর পুনরায় ওই ময়দানে গিয়ে শেষ হয়।

অপরদিকে, রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা করা হয় বালুরঘাটেও। বিশ্ব হিন্দু পরিষদের আয়োজিত রামনবমী উদযাপন কমিটির মিছিলে প্রায় ২০০ জন অংশগ্রহণ করে। মিছিলটি শহরের নারায়ণপুরে কংগ্রেস ভবনের সামনে থেকে বেরিয়ে চকভবানী অঘোরী বাবা মন্দিরের কাছে গিয়ে শেষ হয়। এদিন রামমন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রার্থীরা। বালুরঘাট শহরের রঘুনাথপুর মন্দিরে পুজো দিয়ে এবং পরে বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের রাজুয়া রাম মন্দির পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ।

সংবাদদাতাঃ বাপি কুমার দাস ও সুবীর মহন্ত

The post রাম নবমী উপলক্ষ্যে শোভাযাত্রা চাঁচল এবং বালুরঘাটে appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GiwsZw

April 14, 2019 at 02:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top