কোচবিহার, ১০ এপ্রিলঃ একাধিক পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার শহরে। বুধবার সকালে শহরের রেলগুমটি, পাঠানপট্টি এলাকায় বেশকিছু পোস্টার দেখা যায়। যেখানে লেখা রয়েছে, ‘কোচবিহার থেকে স্মাগলার ও দাগি আসামিকে হটাও। কোচবিহার বাঁচাও।’ পোস্টারের নিচে লেখা রয়েছে, ‘নাগরিক কমিটি’। পোস্টারের পাশে তৃণমূলের দলীয় পতাকাও রয়েছে। রাজনৈতিক মহলের মতে, কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে প্রথম থেকেই দাগি আসামি ও স্মাগলার বলে অভিযোগ তুলেছে তৃণমূল। তাই ‘নাগরিক কমিটি’-র নাম করে তৃণমূলের পক্ষ থেকে এই পোস্টারগুলি লাগানো হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।
যদিও তৃণমূলের অভিযোগ, ওই পোস্টার বিজেপির বিক্ষুব্ধ নেতা কর্মীরাই লাগিয়েছেন। তৃণমূলের জেলা সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ বলেন, ‘ওই পোস্টারগুলি তৃণমূল লাগায়নি। বিজেপির বিক্ষুব্ধরাই লাগিয়েছে।’ এপ্রসঙ্গে, বিজেপির জেলা সভাপতি মালতি রাভা বলেন, ‘বিজেপির কোনো বিক্ষুব্ধ কর্মী নেই, সকলেই এক। জনসমর্থনের দিক থেকে যখন বিজেপির সঙ্গে পেরে উঠছে না তৃণমূল তখন তারা এসব করছে। তৃণমূল পোস্টারগুলি লাগিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে।’
সংবাদদাতাঃ শিবশঙ্কর সূত্রধর
The post একাধিক পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচবিহারে appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2v4Tu17
April 10, 2019 at 12:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.