গঙ্গারামপুর, ১৯ এপ্রিলঃ বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে শুক্রবার গঙ্গারামপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সভায় বক্তব্যের শুরু থেকেই কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, ‘একজন চা ওয়ালা ছিলেন, তিনি আজ চৌকিদার হয়েছেন। কিছুদিন পর ‘চৌকি’ থেকে ‘দার’ উড়ে যাবে।’
মমতা বলেন, ‘সারাদেশের নিরিখে শুধুমাত্র উত্তরপ্রদেশের উপর ভিত্তি করে এর আগে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু সম্প্রতি সমস্ত ভোটে বিজেপি খারাপ ফল করেছে। প্রায় সব আসনেই হেরেছে। এবার উত্তরপ্রদেশের বিজেপির ফলাফল খুব একটা ভাল হয়নি। সেই কারণেই বিজেপি এবার হারবে।’ কেন্দ্রের নতুন সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতের বিভিন্ন রাজ্যের বিরোধী রাজনৈতিক নেতাদের সঙ্গে আমার যোগাযোগ এবং সুসম্পর্ক রয়েছে। সবার কাছ থেকে খবর পাচ্ছি বিজেপি কোথাও খুব একটা ভালো ফল করতে পারবেন না।’
প্রধানমন্ত্রীর বিদেশ সফর প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর বিদেশে কাটিয়ে এসেছেন। ছ’মাস দেশে ছিলেন, এভাবে কি নির্বাচনে জেতা যায়?’
এদিন সভায় সাঁওতালি ভাষায় তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে ভোট দেওয়ার জন্য আবেদন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অসম ইস্যুতে এবং এনআরসি নিয়ে তীব্র বিরোধিতা করেন তিনি।
সংবাদদাতাঃ রাহুল হালদার
The post কিছুদিন পর ‘চৌকি’ থেকে ‘দার’ উড়ে যাবেঃ মমতা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2IFgnQq
April 19, 2019 at 07:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন