ঢাকা, ২৯ এপ্রিল- দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাত্র ৩০ দিন পরই বেজে উঠবে বিশ্বকাপের দামামা। ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। গোনা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশও। ক্রিকেটবোদ্ধারা বলছেন, এবারের বিশ্বকাপে সমীকরণ পাল্টে দিতে পারে বাংলাদেশ। এবার দলের সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বললেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বকাপে আমরা ফেভারিট নই। আমাদের কষ্ট করতে হবে। এজন্য সবার প্রস্তুত থাকা জরুরি। এটাই আমার শেষ বিশ্বকাপ। কিন্তু এতে আমার চাওয়া বা পাওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, আমরা অবশ্যই বিশ্বকাপে দুর্দান্ত করার জন্য মুখিয়ে আছি। আর ভালো খেলতে পারলে আমাদের সম্পর্কে অন্য দলগুলোর দৃষ্টিভঙ্গিও আরো বদলাবে। টুর্নামেন্টে বোলিং আক্রমণে নিজেদের পিছিয়ে রাখছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তিনি বলেন, বাকি দলগুলোর বোলিং আক্রমণের তুলনায় আমরা ঢের পিছিয়ে। তবে দল হিসেবে কিন্তু খারাপ না। সাকিব বিশ্বমানের বোলার, মিরাজ ভালো করছে, মোস্তাফিজ আছে, তাসকিন আছে, আমি আছি। মূখ্য বিষয় হচ্ছে, নিজেদের সেরাটা দিতে হবে। খেলায় এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া আছে। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। বৈশ্বিক আসরে ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে তিনি বলেন, এসব মাধ্যম ক্রিকেটে ভালো বা খারাপ প্রভাব ফেলে বলে আমি বিশ্বাস করি না। আমিও ফেসবুক-টুইটার ব্যবহার করি। আমার ওপর কোনো প্রভাব ফেলে না। সাকিবের ওপর ফেলে না। যাদের ওপর ফেলে সেটা তাদের ব্যাপার। ওদের এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, কীভাবে এটার ব্যবহার করবে। তবে এটুকু মাথায় রাখতে হবে, বিশ্বকাপের পুরো সময় শুধু ক্রিকেটে মনোযোগ দিতে হবে। এমএ/ ০২:১১/ ২৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZITcuE
April 29, 2019 at 08:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top