আগরতলা, ২৬ এপ্রিল- ফের একবার বিজেপির অস্বস্তির কারণ হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এক জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লির এক আদালতে স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন ত্রিপুরা মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব। যদিও ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে ফেসবুকে স্বামীর বিরোধীদের একহাত নিয়েছেন নীতি। রাজনৈতিক উদ্দেশ্য়েই এই ভুয়ো খবর ছড়ানো হয়েছে বলে অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্ত্রীর। গোটা বিষয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রসঙ্গত, শুক্রবার পশ্চিমবঙ্গের হুগলী ও বাঁকুড়ায় ভোটপ্রচারে প্রধান বক্তা ছিলেন বিপ্লব দেব। Arambagh shall vote for development! Arambagh shall vote for @BJP4India! Addressed a Jansabha at #Arambagh, West Bengal today. #DeshModiKeSaath pic.twitter.com/C0Wy25VrfB Chowkidar Biplab Kumar Deb (@BjpBiplab) April 26, 2019 Addressed my brothers and sisters in Bankura today. #DeshModiKeSaath pic.twitter.com/PRP9cQ6z37 Chowkidar Biplab Kumar Deb (@BjpBiplab) April 26, 2019 সম্প্রতি এক ট্যুইট প্রতিবেদনে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ নিয়ে খবর পোস্ট করেছিল CNBC-TV 18। যা অনুযায়ী, স্বামী বিপ্লবের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে বিচ্ছেদ মামলা ফাইল করেছেন স্ত্রী নীতি। যদিও খবর ছড়াতেই ট্যুইট ডিলিট করে দেয় ওই সংবাদমাধ্যম। এরপরই ফেসবুকে স্বামীর বিরোধীদের বিরুদ্ধে সরব হন নীতি দেব। আর/০৮:১৪/২৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2L2IRGN
April 27, 2019 at 04:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top