মুম্বাই, ০২ এপ্রিল- গত বছরই মেয়ে সারা আলী খানের বলিউড অভিষেক হয়েছে। এবার অভিনয়ে আসছেন সাইফ আলী খানের ছেলে ইব্রাহিম আলী খানও। যুক্তরাজ্যের লন্ডনে পড়াশোনার পাট চুকে গেলেই ইব্রাহিম বোন সারার সঙ্গে যোগ দেবেন। তাঁদের পরিবারের একটি ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, সাইফ ক্যারিয়ারভাবনাটা ইব্রাহিমের ওপরই ছেড়ে দিয়েছেন। সারার সময়ও তা-ই করেছিলেন তিনি। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে সারা যখন বলিউডে আসতে চাইলেন, সাইফের অত ভালো লাগেনি। তখন সারার মা অমৃতা সিং পাশে দাঁড়িয়েছিলেন। সাইফ মেয়ের ইচ্ছার সম্মান করেছিলেন। এখন ইব্রাহিমও তাঁর বাবা-মাকে জানিয়ে দিলেন, তিনি অভিনেতা হতে চান। সারার মতো তিনি নিজের মতো করে বলিউডে আসতে চান না। সূত্রটি বলছে, সাইফ ইব্রাহিমের ছবিটি প্রযোজনা করতে পারেন। ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে ইব্রাহিম কিছুটা প্রস্তুতিও নিতে চান। এর আগে সারা আলী খান এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইব্রাহিম অভিনয়শিল্পী হতে চায়। কিন্তু আমি যেমন আবিষ্কার করলাম, এই স্বপ্নটা দেখা সহজ, কিন্তু সত্যি করা কঠিন। কিন্তু আমার মনে হয় ইব্রাহিমের সেই মেধা আছে। বলিউড হাঙ্গামা সূত্র: প্রথম আলো আর এস/ ০২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Us70tL
April 02, 2019 at 10:07PM
02 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top