জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা সিমলা। দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে রয়েছেন তিনি। সেখানে কেমন সময় কাটছে তার, দেশে ফিরবেন কবে? এসব নানান বিষয় নিয়ে সম্প্রতি সিমলার সাথে কথা হয়স্টাফ করেসপন্ডেন্ট আরেফিন সোহাগের। মুম্বাইয়ে কেমন সময় কাটছে আপনার? এমন প্রশ্নের জবাবে সিমলা বলেন, এখানে তো অনেক ভালো সময় কাটাচ্ছি। যদিও দেশের প্রতি টান কাজ করে মাঝে মধ্যে। বেশ ভালোই রয়েছি এখানে। যেহেতু এখন হাতে তেমন কোন কাজ নেই, তাই অবসর সময় কাটাচ্ছি। ঘোরাঘুরি আর বাসায় সময়টা কাটছে। আমরা জানি আপনি মুম্বাইতে একটি সিনেমার কাজ শেষ করেছেন, সর্বশেষ কি অবস্তা? প্রশ্নে সিমলা বলেন, সিনেমার কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। এখন শুধু মুক্তির অপেক্ষায়। আমি জানিনা কবে মুক্তি পাবে, এ বিষয়ে পরিচালক বলতে পারবেন বাকিটা। বিমান ছিনতাই চেষ্টাকালে নিহত পলাশের বিষয়ে আমরা সবাই জানি। এ নিয়ে আপনিও গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন, এ বিষয়ে নতুন আপনার ভক্ত-শুভাকাঙ্খিদের কিছু বলতে চান? জবাবে সিমলা বলেন, আমি যা বলার সেই সময় বলে দিয়েছি। এ নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমি তাকে (পলাশকে) বিয়ে করেছিলাম এবং ডির্ভোসও হয়েছে আমাদের। তাই এ নিয়ে নতুন করে বলে ছোট মানুষের পরিচয় দিতে চাচ্ছি না। এখন তো আর সেই আবেগী বয়স নেই। অনকে বড় হয়ে গেছি। দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, আপাতত দেশে (বাংলাদেশে) আসার কোন পরিকল্পনা নেই। যেহেতু আমার হাতে কোন সিনেমা বা কাজ নেই। যদি কোন কাজের জন্য আমাকে বলা হয় তখন অবশ্যই আমি দেশে যাব। আমাদের দেশের সিনেমার অবস্থা তেমন ভালো না। তাই আপাতত দেশে ফেরার চিন্তা করছি না। সিমলা কি বিয়ের পিঁড়িতে বসবে? এমন প্রশ্নের জবাবে প্রতিবেদককে হাসি দিয়ে বলেন, বিয়ে নিয়ে আমি আর ভাবছি না। যেহেতু একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই এখন আর বিয়ের বিষয়ে আমি চিন্তিত না। বলতে পারেন বিয়ের চিন্তা ভাবনা নেই। সিমলার ভক্ত-শুভাকাঙ্খিদের উদ্দেশ্যে বলেন, আমি বলবো আপনারা বাংলা সিনেমা দেখুন। আমি আপনাদের জন্য আজকের সিমলা পরিচিতি পেয়েছি। আমি সব সময় বাংলা সিনেমার জন্য কাজ করে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেখানেই থাকি আপনাদের জন্য ভালোবাসা থাকবে সময় সময়। এক নজরে, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল সামসুন নাহার সিমলার জন্ম ৪ ডিসেম্বর ১৯৮২ সালে। যিনি সিমলা নামে অধিক পরিচিত সিনেমা প্রেমি মানুষের কাছে। তিনি তার প্রথম অভিনীত ম্যাডাম ফুলি (১৯৯৯) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এইচ/২০:২৬/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2VIlvHj
April 17, 2019 at 02:27AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top