পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকলম্বোয় সিরিজ বোমা হামলার ঘটনায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) স্থগিত করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সফর। ৩০ এপ্রিল পাকিস্তান যুব দলের শ্রীলঙ্কায় যাওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না বলে খবর ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর। ২১ এপ্রিল খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) লঙ্কান সরকার এই হামলায় নিহতের সংখ্যা ২৫৩ বলে নিশ্চিত করে। এই হামলার পর পাকিস্তান যুব দলের সফর স্থগিত করেছে এসএলসি। ৩ মে গলে শুরু হওয়ার কথা ছিল দুই দেশের যুব দলের সিরিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভবিষ্যতের জন্য সিরিজটির দরজা খোলা রাখছে, এমন খবরই শনিবার ছেপেছে ক্রিকইনফো। সংবাদমাধ্যমটি এটাও জানিয়েছে, পিসিবি সার্বিক পরিস্থিতি নজরে রাখছে। পাকিস্তান যুব দলের সফর স্থগিত করার খবর ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন এসএলসির এক কর্তা। নাম গোপন রাখার শর্তে তিনি ক্রিকইনফোকে বলেছেন, অনির্দিষ্ট সময়ের জন্য সফরটি স্থগিত হয়ে যাচ্ছে। এসএলসি সিদ্ধান্তটি নিয়েছে, আমরা কোনও রকম ঝুঁকি নিতে চাই না। সূচি অনুযায়ী গল ও হাম্বানতোতায় দুটি চার দিনের ম্যাচ ও তিনটি এক দিনের ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তান যুব দলের। গত পাঁচ দিন ধরে তারা এই সফরের প্রস্তুতি ক্যাম্প করেছে করাচিতে। আর এস/ ২৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GMIVq7
April 27, 2019 at 11:45PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন