মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত শনিবার বিকেল সিনেমাটি ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। এ উৎসবে অংশ নিতে সোমবার (২২ এপ্রিল) রাশিয়া পৌঁছান মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান। ফেসবুকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে মস্কোতে পৌঁছানোর কথা জানান ফারুকী। মঙ্গলবার (২৩ এপ্রিল) তারা উৎসব উপলক্ষে সংবাদ সম্মেলনে অংশ নেবেন। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে, এর পর্দা নামবে ২৫ এপ্রিল। এবারের উৎসবে জুরি প্রধান হয়েছেন কোরিয়ান মাস্টার ফিল্মমেকার কিম কি দুক। স্যাটারডে আফটারনুন বা শনিবার বিকেল সিনেমাটিতে কাজ করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশিদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়, প্যালেস্টাইনের ইয়াদ হুরানিসহ অনেকে। সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কাজাকিস্তানের চিত্রগ্রাহক আজিজ জাম্বাকিয়েভ। যিনি ২০১৩ সালে হারমনি লেসন সিনেমার জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার সিলভার বিয়ার জিতেছিলেন। জাজ মাল্টিমিডিয়া, ছবিয়াল ও ট্যানডেম প্রোডাকশনের ব্যানারে শনিবার বিকেল প্রযোজনা করেছেন আব্দুল আজিজ, মোস্তফা সরয়ার ফারুকী এবং আনা কাচকো। এইচ/২১:২৩/ ২৩ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PrS0Hg
April 24, 2019 at 03:24AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন