জল, রাস্তার সমস্যা দেশের সেরা ডেঙ্গুয়াঝাড়ে

জ্যোতি সরকার, জলপাইগুড়িঃ উন্নতমানের চা উৎপাদনের নিরিখে গত বছরই ডেঙ্গুয়াঝাড় চা বাগান সারা দেশে সেরা হয়েছিল। কিন্তু পরিস্রুত পানীয় জলের অভাব, বেহাল সড়ক ও সেতুর মতো নানা সমস্যার জেরে বাগানটির প্রায় দেড় হাজার শ্রমিকের পাশাপাশি ১৫ হাজার বাসিন্দার দুর্ভোগ চরমে উঠেছে। অভিযোগ, বহু আবেদন-নিবেদনেও সমস্যা মিটছে না। সমস্যা মেটানোর দায় বাগান কর্তপক্ষ পঞ্চায়েতের উপর চাপিয়ে দিচ্ছে। অন্যদিকে, সমস্যা বাগান কর্তৃপক্ষকেই মেটাতে হবে বলে পঞ্চায়েত জানাচ্ছে।

এদিকে, লোকসভা ভোট দোরগোড়ায় থাকলেও রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখনও বাগানের শ্রমিকবস্তিগুলিতে পা রাখেননি। তাঁদের সমস্যার কথা নেতাদের শোনাতে শ্রমিকরা তৈরি হয়ে রয়েছেন। তবে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনীতা রাউত বলেন, ডেঙ্গুয়াঝাড় চা বাগানে কিছু সমস্যা রয়েছে। নির্বাচনবিধি বলবৎ থাকার কারণে আমরা এখনই কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। ভোটের পর সবকিছু খতিয়ে দেখে সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে।

উন্নতমানের চা উৎপাদনের সূত্রে ডেঙ্গুয়াঝাড় গত বছর সারা দেশের মধ্যে সেরা বাগানের তকমা পায়। এই সাফল্যের পিছনে এখানকার শ্রমিকদের অনেকটা অবদান থাকলেও বেশ কিছু সমস্যার জেরে তাঁরা বিপাকে পড়েছেন। শ্রমিক এতোয়া ওরাওঁ বলেন, ৩৩ বছর ধরে এখানে কাজ করছি। শ্রমিক মহল্লাগুলির রাস্তা আজও পুরো পাকা হয়নি। সর্বত্র পথবাতির ব্যবস্থা নেই। পরিস্রুত পানীয় জলের অভাব রয়েছে। তাই আমাদের অনেককে বাধ্য হয়ে কুযোর জলই খেতে হয়। এমিন লাকড়া, বুধুয়া মাহালিরা জানান, বাগানে কোনো নেতা না আসায় কোনো সমস্যার কথা তাঁরা কাউকে শোনাতে পারেন না। পঞ্চায়েত সদস্যের মুখ দর্শনের সুযোগ তাঁদের কালেভদ্রে হয় বলে এমিন জানান। সুশীল ওরাওঁ বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সভায় আমাদের হয়ে গলা ফাটায়। কিন্তু আদৌ আমাদের সমস্যা মিটল কিনা সেই খোঁজটুকুও নেয় না। নেতারা কবে বাগানে ভোট চাইতে আসেন সেজন্য অপেক্ষা করছি। আদিবাসী অধ্যুষিত চা বাগানের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে তাঁরা কেন পদক্ষেপ করছেন না বলে তাঁদের প্রশ্ন করব। এই অবস্থায় কতদিন তাঁদের কুয়োর জল খেতে হবে তা তাঁদের জানা নেই বলে বাগানের বাসিন্দা গেন্দু ওরাওঁ জানান। সত্তরোর্ধ্বা লক্ষ্মী ওরাওঁয়ে কথায়, বাগানের ডাঙ্গালাইনের রেলিংবিহীন সংকীর্ণ সেতুতে য়েকোনো সময় বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে।বর্ষার সময় যোগাযোগ ব্যবস্থার হাল শোচনীয় হয়।

বাগানের বাসিন্দা বিরতিয়া ওরাওঁ, কুমার কেরকাট্টা, বিশ্বনাথ তিরকি-রা জানান, বেহাল সেতুর হাল সম্পর্কে বাগান কর্তৃপক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত প্রতিনিধিরা সকলেই অবগত। কিন্তু সমস্যা মেটানোর বদলে তারা স্রেফ হাত গুটিয়ে বসে রয়েছে। এর জেরে দিনের পর দিন ধরে তাঁদের দুর্ভোগে পড়তে হচ্ছে বলে বিশ্বনাথ জানান। বাগানের ম্যানেজার জীবনচন্দ্র পান্ডে বলেন, আমরা আমাদের সমস্ত দায়িত্ব ঠিকমতোই পালন করছি। তবে বেহাল সেতু সংস্কারে পঞ্চায়েতকেই দাযিত্ব নিতে হবে বলে তিনি জানান।

The post জল, রাস্তার সমস্যা দেশের সেরা ডেঙ্গুয়াঝাড়ে appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2D8QWmM

April 10, 2019 at 01:08PM
10 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top