চেন্নাই, ০১ এপ্রিল- গতকাল ক্রিকেটপ্রেমিরা সত্যিকারের বিনোদন পেয়েছে।ক্রিকেটের ছোট্ট আসর মানেই তো চার-ছক্কার হৈ হুল্লুর।রোববার দিনের প্রথম ম্যাচে হায়দরাবাদ দেখেছিল ডেভিড ওয়ার্নার এবং জনি বেয়ারস্টোর ব্যাটিং তাণ্ডব। রাতের চেন্নাই দেখল মহেন্দ্র সিংহ ধোনির সেই পরিচিত মেজাজ। ৪৬ বলে অপরাজিত ৭৫। মারলেন চারটি বাউন্ডারি এবং চারটি ছয়। যার মধ্যে এ বার ৮.৪ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে যাওয়া বাঁ হাতি পেসার জয়দেব উনাদকাটের শেষ ওভারের শেষ তিন বলে তিন ছক্কা হাঁকালেন তিনি। স্ট্রাইক রেট ১৬৩.০৪। ৮৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে যাওয়া চেন্নাই সুপার কিংস ফের জেগে উঠল ধোনির ব্যাটিংয়েই। যদিও শুরুতেই জোফরা আর্চারের বল তার ব্যাট ছুঁয়ে উইকেটে লাগলেও বেল পড়েনি। সেই সময়ে তার রান ছিল শূন্য। খুব সম্ভবত তখনই স্থির হয়ে গিয়েছিল ম্যাচের ভবিষ্যৎ। তবে টানা তিন ম্যাচে জিতেও আগের মতোই নির্বিকার সিএসকে অধিনায়ক। ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে ধোনি বলে গেলেন, আমি যে সময়ে খেলতে নেমেছিলাম, তখন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল। সেটা মনে রেখেই আমরা খেলেছি। ক্রিকেটবিশ্ব একবাক্যে কুর্নিশ করে তার ক্রিকেট মস্তিষ্কের। গতকাল যা আরও একবার দেখা গেল। চেন্নাই ইনিংসের ৪.৫ ওভারে কেদার যাদব যখন ফিরলেন, সিএসকের রান মাত্র ২৭। তখন ব্যাট করতে নামলেন ধোনি। কোনও তাড়াহুড়ো নেই। দীর্ঘদিনের আর এক অভিজ্ঞ সঙ্গী সুরেশ রায়নাকে নিয়ে ধীরে ধীরে রানকে এগিয়ে নিয়ে গেলেন এক রান করে করে। তারই মধ্যে রায়না অবশ্য ছিলেন আগ্রাসী মেজাজেই। ৩২ রানে ৩৬ রান করেন তিনি। ইনিংসে ছিল চারটি বাউন্ডারি এবং একটি ছক্কা। রায়নাকে নিয়ে চতুর্থ উইকেটে ধোনি তুললেন মূল্যবান ৬১ রান। পরে তার সঙ্গে যোগ দিলেন ক্যারিবীয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো (১৬ বলে ২৭ রান)। তাকে নিয়ে ধোনি তুললেন আরও ৫৬ রান।১৭৫ রানে চেন্নাই। বড় লক্ষ্য তাড়া করতে নামা রাজস্থান শিবিরে ধাক্কা দিলেন দুই পেসার দীপক চাহার এবং শার্দূল ঠাকুর। মাত্র ১৪ রানের মধ্যে ফেরেন অজিঙ্কা রাহানে, জস বাটলার এবং সঞ্জু স্যামসন। আর পথের দেখে মেলেনি রাহানের দলের।বেন স্টোকের সর্বোচ্চ ৪৬, রাহুল ত্রিপথী ৩৯ এবং স্মিথের ২৮ রানও বাঁচাতে পারেনি রয়্যালসদের। শেষ ওভারে ১২ রানের দরকার ছিল। ডোয়েন ব্র্যাভো তুলে নিলেন দুউইকেট। উঠল তিন রান। আট রানে ম্যাট জিতে চেন্নাই সুপার কিংস স্বমেজাজে। টানা তিন ম্যাচে জিতে টেবলের শীর্ষে ধোনির দল (৬ পয়েন্ট)। সূত্র: গো নিউজ২৪ আর এস/ ০১ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WOCub5
April 01, 2019 at 06:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top