ফের বিপর্যস্ত ফেসবুক পরিসেবা

নয়াদিল্লি, ১৪ এপ্রিলঃ ফের বিপর্যস্ত ফেসবুক পরিসেবা। রবিবার হঠাত্ই স্তব্ধ হয়ে যায় ফেসবুকের ডেস্কটপ ভার্সান। একইসঙ্গে বন্ধ হয়ে যায় হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামেরও ডেস্কটপ ভার্সান। তবে মোবাইল অ্যাপে পরিসেবা স্বাভাবিক ছিল। মোবাইলে অন্যসময়ের মতো সকলেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম করতে পেরেছেন। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের বড় অংশে এর প্রভাব পড়ে। এশিয়াতেও ফেসবুকের পরিসেবা বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের মধ্যে প্রায় তিন হাজার অভিযোগ জমা পড়ে। এ নিয়ে টুইটারেও প্রতিক্রিয়া জানাতে থাকেন অনেকে। যদিও এর আগে যতবার ফেসবুকের পরিসেবা বিপর্যস্ত হয়েছে, ততবারই যুদ্ধকালীন তত্পরতায় পরিসেবা স্বাভাবিক করা হয়েছে ফেসবুকের তরফে। তবে এদিন অবশ্য কয়েক ঘণ্টা পরও পরিসেবা স্বাভাবিক হয়নি।

The post ফের বিপর্যস্ত ফেসবুক পরিসেবা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2UR46z2

April 14, 2019 at 06:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top