ব‍্যাংকান্দিতে চিতাবাঘের হামলায় জখম ২

ময়নাগুড়ি, ১৯ এপ্রিলঃ চিতাবাঘের হামলায় জখম হলেন দুজন। শুক্রবার বিকেলে ময়নাগুড়ি শহর সংলগ্ন ব‍্যাংকান্দি গ্রামের শান্তিনগর পাড়ায় ঘটনাটি ঘটে। জখম নিপেন রায় (২৯) ও যোগেশ নন্দীকে (৪৮) ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।

জানা গিয়েছে, এদিন বিকেলে জমিতে কাজ করছিলেন দুজন। সেই সময় একটি চিতাবাঘ তাঁদের উপর হামলা চালিয়ে পালিয়ে যায় পাশের চা বাগানে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি বনদপ্তরকে জানানো হয়েছে। প্রসঙ্গত, গত একমাস আগে ব‍্যাংকান্দিতে একটি চিতাবাঘ দেখতে পেয়েছিলেন গ্রামবাসীরা।

সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী

The post ব‍্যাংকান্দিতে চিতাবাঘের হামলায় জখম ২ appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ZlK0MF

April 19, 2019 at 07:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top