লন্ডন, ২৩ এপ্রিল- আগামী ৩০ মে থেকে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপ। সে লক্ষ্যে প্রথম দল হিসেবে ইতোমধ্যে ইংল্যান্ডের বিমান ধরেছে পাকিস্তান৷ প্রস্তুতি হিসেবে ৫ মে থেকে ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ১টি টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। সেই টুর্নামেন্ট খেলতেই ইংল্যান্ডে পাড়ি জমালো পাকিস্তানিরা। সিরিজ শেষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩১ মে বিশ্বকাপের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামবে পাকিস্তান। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের উড়ান ধরার আগে পাক দলের অধিনায়ক সরফরাজ জানান, মাথার উপর ফেবারিট তকমা থাকলে, চাপে পড়তে হত। তার চেয়ে আন্ডারডগ হিসেবেই এবার বিশ্বকাপে আমরা অংশ নিতে চলেছি৷ সেটাই আমাদের চাপমুক্ত রাখব। এমএ/ ০৫:১১/ ২৩ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PsMIvd
April 23, 2019 at 11:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top