মুম্বাই, ১৮ এপ্রিল- মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় দুই জনপ্রিয় অভিনেত্রী নিহত হয়েছেন। সিরিয়ালের শুটিং শেষ করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অনুসূয়া রেড্ডি ও ভার্গবি তেলেগু টেলিভিশন জগতের পরিচিত মুখ। শুটিং এর জন্য হায়দারাবাদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিরিয়ালের শুটিং শেষ করে ভিকারাবাদ থেকে গাড়িতে হায়দারাবাদ যাচ্ছিলেন দুজনে। চেভেল্লা আসার সময় ঘটে দুর্ঘটনাটি। বিপরীত দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাদের গাড়ির দিকে ছুটে আসে। বিপদ বুঝে চালক গাড়িটি নিয়ে পাশ কাটানোর চেষ্টা করেন। কিন্তু একটি গাছে সজোরে ধাক্কা মারে। গাড়িতে সেই সময় চারজন ছিল। অনুসূয়া ও ভার্গবির অতিরিক্তি রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়। অপর দুই ব্যক্তি চকরি ও বিনয় নামে দুজনকে গুরুতর আহত অবস্থায় ওসমানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুই প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে। আর এস/ ১৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2vbiymU
April 18, 2019 at 06:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top