কলকাতা, ২৮ এপ্রিল- এই রাজ্যের হাল জম্মু কাশ্মীরের মত হয়ে যাবে৷ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে, খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ আইএসের ঘাঁটি হয়ে উঠবে৷ এমনই বিস্ফোরক অভিযোগ বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র৷ বিজয়বর্গীয়র মতে এরাজ্যের মুখ্যমন্ত্রী স্বার্থের রাজনীতি করছেন৷ যার ফায়দা তুলছে জঙ্গিরা৷ ইতিমধ্যেই জঙ্গিদের প্রধান আশ্রয় হয়ে উঠেছে বাংলা৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো হলে, এই রাজ্যের হাল কাশ্মীরের মত হতে বাধ্য৷ এদিন মমতার সমালোচনা করে তিনি বলেন, ইসলামিক স্টেটের হুমকি ভরা চিঠি যেরকম পাওয়া গিয়েছে, তাতে বিজেপি চিন্তিত৷ মমতা ব্যানার্জির তোষণ নীতির কারণে এমন ঘটছে। মমতা না গেলে এই বাংলায় তারা ঢুকে পড়বে এবং বাংলার পরিণতি হবে জম্মু কাশ্মীরের মতো। মমতার তোষণ নীতির কারণে বাংলা আজ সংকটে। বাংলার লোকদের এই কথাই বোঝাতে হবে। তবে এই মন্তব্যের কড়া নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় রবিবার বিকেলে বলেন কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্য কুরুচিকর৷ তাঁর বিরুদ্ধে দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া যায় কীনা, সে বিষয়ে বিবেচনা করা হবে৷ এদিকে রবিবারই হাওড়ায় দলীয় প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের সমর্থনে এক রোড শোয়ে অংশ নিয়ে সাংবাদিকদের বিজয়বর্গীয় বলেন, আসন্ন নির্বাচনে বাংলা থেকে ২৩ টা আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর মনে হয় বিজেপি রাজ্যে ৩০টা আসন পাবে৷ ২৩ তারিখে মমতা ব্যানার্জি তার মুখ লুকানোর জায়গা পাবেন না। তবে ইভিএম এর ওপর বিজেপির নাম লেখা প্রসঙ্গে তিনি বলেন, মমতার আসল চেহারা বেরিয়ে এসেছে। বিরোধীরা বুঝে গেছে যে ওরা হারতে চলেছে। এই কারণে এই ধরনের মিথ্যে অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হচ্ছে। পদ্ম চিহ্নতে বিজেপি লিখলে তাদের দলের কোনো লাভ হবে না। আসলে ওরা হারতে চলেছে এই কারণে নানা অজুহাত দেখাচ্ছে। উল্লেখ্য, রবিবাসরীয় প্রচারে এদিন হাওড়ায় রোড শো করে বিজেপি। প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের প্রচারে অংশ নেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়। এদিন শিবপুর কাজীপাড়া থেকে ওই রোড শো শুরু হয়। শেষ হয় হাওড়া ময়দান ফাঁসিতলা মোড়ে। এইচ/২০:৫৬/২৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZPO9J8
April 29, 2019 at 02:57AM
28 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top