জর্জি দুমারকে অনেকদিন ধরে পছন্দ করেন মারিয়াস মাতিয়া। কিন্তু প্রেম নিবেদন করতে পারেননি কখনও। সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি অনেকদিন ধরে। সেটাই পাচ্ছিলেন না। দুজনেই ফুটবলের সঙ্গে জড়িত। তাই ফুটবল মাঠকেই সেরা জায়গা বলে মনে করেছিলেন মারিয়াস। আর সুযোগ তৈরি করে ফেললেন নিজেই। মারিয়ার প্রেমের প্রস্তাব এভাবে আসবে বলে আশা করেননি জর্জি। প্রথমে হকচকিয়ে যান। কিন্তু তিনিও যে তাঁকে অনেকদিন ধরেই পছন্দ করেন, সেটা বুঝিয়ে দিয়েছিলেন হাবে-ভাবে। অবশেষে প্রেমের প্রস্তাব গ্রহণ করলেন তিনি। রোমানিয়ার চতুর্থ ডিভিশনে অ্যাতলেটিকো অরেদা বনাম দায়োসিগ স্পোর্র্টিং ক্লাবের মধ্যে ম্যাচ ছিল। তার আগে এমন ঘটনা ঘটেছে। ম্যাচ শুরুর আগে হঠাৎ করেই রেফারি জর্জি দুমার (২০) সামনে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করেন সহকারী রেফারি মারিয়াস মাতিয়া (২২)। এন এ/ ১৪ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2P6g1nl
April 14, 2019 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top