নকশালবাড়ি, ৫ এপ্রিলঃ নকশালবাড়িতে শুক্রবার নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটি দার্জিলিং জেলায় তাঁর প্রথম নির্বাচনী জনসভা।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
- দার্জিলিং আমাদের খুব গর্বের আসন।
- এবার আমরা বাইরের লোক নয়, ভুমিপুত্রকে প্রার্থী করেছি।
- আমরা দাঙ্গা-ঝামেলা চাই না। শান্তি চাই, উন্নয়ন চাই, ভালোভাবে বাঁচতে চাই।
- পাহাড়-সমতল একসঙ্গে কাজ করতে হবে।
প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা বলেন,
- দিল্লির লাড্ডু চাই না। আমরা এমন একজনকে চাই যিনি এখানে থেকে এখানকার উন্নয়ন করবেন।
- আপনারা কী চান? কেউ এখান থেকে জিতে দিল্লি পালিয়ে যাক?
- আমরা সাফারি পার্ক করেছি, তিস্তা নগরী হচ্ছে, দার্জিলিংয়ে বিশ্ববিদ্যালয় করেছি, ভোরের আলো করেছি, রেলমন্ত্রী থাকাকালীন অনেক ট্রেন করে দিয়েছি। নতুন নতুন সড়ক করছি, এশিয়ান হাইওয়ে করছি।
- মোদি বলছেন, বাংলায় কিছুই হয়নি। শুধু মিথ্যা বলেন। ও ঝুটা চৌকিদার। আমরা আসল চৈকিদারকে সন্মান করি।
- আমি মোদিকে বলতে চাই, আপনি কি করেছেন পাঁচ বছরে। শিলিগুড়ির জন্য কি করেছেন?
- ওরা কিছুই করেনি। এক্সপায়ারি প্রাইম মিনিস্টার মোদি।
The post এক্সপায়ারি প্রাইম মিনিস্টার মোদিঃ মমতা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2U10qWM
April 05, 2019 at 04:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন