ঢাকা, ৩০ এপ্রিল- গেল ২৫ এপ্রিল নড়াইল আধুনিক সদর হাসপাতালে যান স্থানীয় সাংসদ মাশরাফি বিন মুর্তজা। গিয়ে দেখেন বিনাছুটিতে চার চিকিৎসক অনুপস্থিত আছেন। পরে তাদের দায়িত্ব ও কর্তব্য পালনের তাগাদা দেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে মাশরাফির ঝটিকা সফরের ঘটনাটি ভাইরাল হয়ে যায়। পরে চার চিকিৎসককে প্রথমে কারণ দর্শানো নোটিশ। এর পর গেল সোমবার তাদের সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় চিকিৎসক সমাজ এবং সমাজের নানা পর্যায়ে বিপরীতমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরিপ্রেক্ষিতে চাপের মুখে পড়েন মাশরাফি। এ পরিস্থিতিতে তিনি বলেন, আমি মনে করি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। তবে ওই দিনের ফোনালাপের ভাষায় যদি ওই চিকিৎসক কষ্ট পেয়ে থাকেন, তবে দুঃখিত। সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে বিশ্বকাপগামী বাংলাদেশ দলের জার্সি উন্মোচন এবং অফিসিয়াল ফটোসেশনের আয়োজন করে বিসিবি। এ সময় বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্নের ফাঁকে মাশরাফির কাছে নড়াইলের চিকিৎসকদের ঘটনাটি সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আসলে অল্প কথায় ঘটনাটা বোঝানো সম্ভব নয়। ভুল বোঝাবুঝি হতে পারে। ওই দিন হাসপাতালে গিয়ে আমি যা দেখেছি, তার ভিত্তিতেই ওই ডাক্তারকে ফোন দিয়েছিলাম। হয়তো আমার ভাষায় উনি দুঃখ পেয়েছেন। তবে ওনার সঙ্গে আমার তিন থেকে চারবার কথা হয়েছে। তাকে বলেছি- আমার ভাষায় যদি কষ্ট পেয়ে থাকেন, তা হলে আমি দুঃখিত। এ জন্য জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে রাজি আছি। তবে যে কারণে আমি প্রতিক্রিয়া দেখিয়েছি, সেটি সঠিক ছিল। এ থেকে আমি সরে আসব না। ইতিমধ্যে হাসপাতাল ঘুরে হাজিরা খাতা দেখা, স্টোররুম পরিদর্শন এবং চিকিৎসকের সঙ্গে ফোনে কথা বলার ভিডিও ভাইরাল হয়ে গেছে। এ নিয়ে নড়াইল-২ আসনের সাংসদ বলেন, সেগুলো ভিডিও করা হচ্ছিল, আমি জানতাম না। পরে যে ভিডিও করেছিল, তাকে অনুরোধ করেছিলাম এটি যেন ফেসবুকে আপ না করা হয়। কিন্তু আপনারা আমাদের সমাজব্যবস্থা সম্পর্কে জানেন। ভিডিওটা ভাইরাল হওয়া থেকে আটকাতে পারিনি। চিকিৎসকদের প্রতি বাংলাদেশ অধিনায়কের সবসময়ই শ্রদ্ধাবোধ ছিল, আছে এবং থাকবে জানিয়ে মাশরাফি বলেন, আমার পরিবারেও চিকিৎসক আছেন। আমি চিকিৎসকদের কী পরিমাণ শ্রদ্ধা ও সম্মান করি; সেটি আপনারা অতীতে দেখেছেন। তাদের প্রতি আমার শ্রদ্ধা এখনও আগের মতোই আছে-থাকবে। সূত্র: যুগান্তর আর এস/ ৩০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UOpXDh
April 30, 2019 at 08:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top