অসহযোগিতার অভিযোগ, এনজেপি থানার ওসির বদলির দাবিতে সরব বিজেপি

শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ অসহযোগিতার অভিযোগ তুলে এনজেপি থানার ওসি অনির্বান ভট্টাচার্যের বদলির দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। পাশাপাশি সোমবার থেকে এনজেপি থানায় বিজেপি কর্মীরা ধরনায় বসতে চলেছেন বলে জানা গিয়েছে।

রবিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডে বিজেপির স্ট্রিট কর্নার ছিল। অভিযোগ, হঠাৎ করে সেখানে তৃণমূল কর্মীরা নিজেদের কর্মসূচি শুরু করে দেয়। এরপর বিজেপি কর্মীরা বিষয়টি এনজেপি থানায় জানান। কিন্তু এরপরও এনজেপি থানা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপরই থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা।

বিজেপির ৬ নম্বর মণ্ডলের সভাপতি কাজল বিশ্বকর্মা বলেন, ‘আমাদের অনুমতি নেওয়া থাকলেও তৃণমূল সভা করে দেয়। এনজেপি থানায় বারবার জানালেও কোনো লাভ হয়নি। আমরা থানার ওসিকে সরানোর দাবিতে আগামীকাল থেকে ধরনায় বসব।’ যদিও পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদদাতাঃ রাহুল মজুমদার

The post অসহযোগিতার অভিযোগ, এনজেপি থানার ওসির বদলির দাবিতে সরব বিজেপি appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2KxTLnA

April 14, 2019 at 11:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top