ডিসিআরসি-তে যাওয়ার গাড়ি নেই, ভোটকর্মীদের বিক্ষোভ

ধূপগুড়ি, ১৭ এপ্রিলঃ বাড়ি থেকে ডিসিআরসি পৌঁছাতে গাড়ি না পেয়ে চরম হয়রানির শিকার হয়ে পথ অবরোধ করলেন ভোট কর্মীরা। বুধবার সকালে ধূপগুড়ি পুর বাস টার্মিনাসের সামনে প্রায় এক ঘণ্টা এশিয়ান হাইওয়ে অবরোধ করে রাখেন  ভোটকর্মীরা। জানা গেছে ধূপগুড়ি এবং সংলগ্ন এলাকা থেকে মালবাজার ও জলপাইগুড়ি ডিসিআরসি পৌঁছাতে এদিন ভোর থেকেই ভীড় জমাতে শুরু করেন কর্মীরা। গাড়ি খুব কম থাকায় ক্ষোভ জমতে থাকে ভোট কর্মীদের। সকাল সাতটা নাগাদ পথ অবোরোধ করে গাড়ির দাবিতে আন্দোলন শুরু করেন কর্মীরা। আন্দোলনকারী ভোটকর্মী রতন কর্মকার বলেন, ধূপগুড়ি থেকে মালবাজার ও জলপাইগুড়ি ডিসিআরসি যাওয়ার জন্য ভোট কর্মীর সংখ্যাটা কয়েকশো। অথচ এখান থেকে কোনো গাড়ি ছাড়ার ব্যবস্থা ছিল না।  অন্য রুটের যেসব বাস আসছিল সেগুলি এমনিতেই ভীড়ে ঠাসা ছিল ফলে আমরা তাতে উঠতেই পারিনি। বাধ্য হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অবোরোধ করেছি। তবে ভোট কর্মীদের ক্ষোভের সামনে আসতে দেখা যায়নি নির্বাচন কমিশন বা বিডিও অফিসের কোন কর্মী বা আধিকারিককে। শেষ পর্যন্ত ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং ভোট কর্মীদের সাথে আলোচনা করে অবোরোধ তোলা হয়। সেই সঙ্গে গাড়ির ব্যবস্থা হয় ও ভোটকর্মীরা রওনা দেন।

ছবি-ধূপগুড়িতে ভোটকর্মীদের এশিয়ান হাইওয়ে অবরোধ।

 

The post ডিসিআরসি-তে যাওয়ার গাড়ি নেই, ভোটকর্মীদের বিক্ষোভ appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GqUfrz

April 17, 2019 at 10:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top