ঢাকা, ২৫ এপ্রিল- বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে ডিভোর্সের পেছনে অভিনেত্রী নওশীন ও তার সম্পর্ক অন্যতম কারণ ছিল বলে অভিযোগ করেছেন সংগীতশিল্পী মিলা। মিলার অভিযোগের পর এবার মুখ খুললেন অভিনেত্রী নওশীন। তবে নওশীন এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মিলার অভিযোগের ব্যাপারে গণমাধ্যমকে নওশীন বলেন, মিলা আমাকে ভুল বুঝছে। আমাকে নিয়ে যা অভিযোগ হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন, ভুল ও বানোয়াট। আমি এমন ভুল, ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাচ্ছি। মিলার অভিযোগ অস্বীকার করে নওশীন বলেন, মিলা আমার ছোট বোনের মতো। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার এই বিষয়ে কথা বলতে ঘৃণা হচ্ছে। শিল্পী হিসেবে তার যদি ১৪-১৫ বছর হয়, তাহলে আমিও তো ১২-১৩ বছর ধরে কাজ করছি। আমারও তো একটা সংসার আছে। আমি আট-নয় বছর ধরে সংসার করছি। অভিনেত্রী বলেন, এটার তার (মিলা) ভুল বোঝা। আমি এই বিষয়ে কিছুই জানি না। আমার সম্পর্কে তার এই অভিযোগ ভুল, বানোয়াট। মিলা সুবিচার পাক, তার যেই অভিযোগগুলো সেগুলোর জন্য সে বিচার পাক, তা আমি মন থেকে চাই। নওশীল আরও বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভুল ও বানোয়াট। আপনারা দরকার হলে তার স্বামীর সঙ্গেও কথা বলুন। নওশীনও আশাবাদী মিলা সুবিচার পাবেন। তিনি বলেছেন, আমি চাই মিলা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। গান-বাজনা করুক। একইসঙ্গে অবশ্যই সে সুবিচার পাবে আশা করছি। আমার পরিচিত শিল্পী হিসেবে তার ভালো হোক আমি চাই। বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে মিলার বিচ্ছেদ প্রসঙ্গে নওশীনের বক্তব্য, এটা পুরোপুরি তার একান্ত ব্যক্তিগত বিষয়। এখানে আমাকে না জড়ানোর অনুরোধ করছি। আমাকে অপমানিত না করার অনুরোধ করছি। বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে মিলা সাবেক স্বামী বৈমানিক পারভেজ সানজারি ও তার পরিবার এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের এমডিসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেন। এ সময় মিলা অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে অনেক মেয়ের অবৈধ সম্পর্ক ছিল। অভিনেত্রী নওশীন নাহরিন মৌ-এর সঙ্গেও ছিল তার অবৈধ সম্পর্ক। বিষয়টি জানতে পেরে তিনি ফোনও করেন নওশীনকে। সংবাদ সম্মেলনে সেই ফোন রেকর্ড সাংবাদিকদের শোনান মিলা। তবে সেই কথোপকথনে মিলার কণ্ঠ স্পষ্ট শোনা গেলেও নওশীনের কথাগুলো অস্পষ্ট শোনা যাচ্ছিল। মিলা বলেন, নওশীন ও পারভেজ সানজারির কথোপকথনের কিছু রেকর্ড আমার হাতে আসে। এমন কিছু ছবিও দেখি, যা মুখে প্রকাশ করার মতো না। বিষয়টি দেখে, আমি নওশীনকে ফোন করি। তাকে অনুরোধও করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনেনি। তিনি জানান, তার সাবেক স্বামীর সঙ্গে নওশীনের অবৈধ সম্পর্কের বিষয়ে হিল্লোলকে (নওশীনের স্বামী) জানানোর পরও কোনো সুরাহা হয়নি। উল্টো বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে মিলার বিরুদ্ধে অভিযোগ করেন নওশীন। পরে সাইবার ক্রাইম বিভাগ থেকে তাকে ফোনও করা হয়। আর/০৮:১৪/২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2UUNVBr
April 25, 2019 at 04:37PM
25 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top