ঢাকা, ৩০ এপ্রিল- বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এ.কে.এম মমিনুল হক সাঈদ। তিনি ৪৭-৩৬ ভোটে হারিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাদেককে। সোমবার (২৯ এপ্রিল) সুলতানা কামাল স্পোর্টস কমপ্লেক্সে সারাদিন ভোট গণনা শেষে এই ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। দুপুর ৩ টা পর্যন্ত চলে ভোট যুদ্ধ। সহসভাপতি ৫টি পদের জন্য লড়েছেন ১১ জন। এখানে সাজেক-সাদেক পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সাজেক-সাদেক পরিষদ। ৪টি পদ এসেছে এই পরিষদ থেকে। রশিদ-সাঈদ পরিষদ পেয়েছে একটি পদ। যুগ্ম সম্পাদক পদে জিতেছেন রশিদ-সাঈদ পরিষদের কামরুল ইসলাম কিসমত (৪৫) এবং সাজেদ-সাদেক পরিষদের মোহাম্মদ ইউসুফ (৬৯)। রশিদ-সাঈদ পরিষদ থেকে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। হাজী মো. হুমায়ূন ৪৪ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। এছাড়া ১৯ সদস্য পদের জন্য লড়েছেন ৩৬ জন। সেখানে সাজেক-সাদেক পরিষদ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। সর্বোচ্চ ১২টি সদস্য পদ গিয়েছে এই পরিষদে। বাকি ৭টি পদ এসেছে রশিদ-সাঈদ পরিষদ থেকে। সূত্র: আরটিভি এমএ/ ০০:৪৪/ ৩০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2L8weK7
April 30, 2019 at 06:53AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top