কোচবিহারে বড়ো প্রভাব পড়েছে জিএসটি-নোটবন্দির

গৌরহরি দাস, কোচবিহারঃ আগামী ১১ এপ্রিল কোচবিহারে লোকসভা কেন্দ্রে ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজেদের মতো করে প্রচার চালাচ্ছে। রাজ্যের শাসকদল যেমন সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি দিচ্ছে, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলিও শাসকদলের দুর্নীতি ও খামতিগুলি তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রচার করছে। গত কয়েক বছরে রাজ্য সরকার কোচবিহারে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিযারিং কলেজ, বেশ কিছু পলিটেকনিক, দিনহাটা-সিতাই সংযোগকারী সেতু, মেডিকেল কলেজ তৈরি করেছে। জেলায় অধিকাংশ রাস্তা, জলনিকাশি ব্যবস্থার সংস্কার হয়েছে। এছাড়া কিছু নতুন রাস্তাঘাটও তৈরি হয়েছে। জেলায় উন্নয়নে প্রচুর মানুষ বিশেষ করে যুবসমাজ অনেকটাই উপকৃত হয়েছে। তবে কাজ হয়নি এমন সংখ্যাও কম নেই। কৃষিপ্রধান এই জেলায় এখনও বেশকিছু হিমঘর প্রযোজন রয়েছে। কিন্তু নতুন করে হিমঘর হয়নি। কোচবিহার-২ ব্লকে জেলার মধ্যে প্রায় সবচেয়ে বেশি সবজি উত্পাদন হলেও এখানে এখনও কোনো কিষান মান্ডি তৈরি করতে পারেনি রাজ্য সরকার। কোচবিহার শহর সহ জেলার বিভিন্ন জায়গায় এখনও পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে। মেডিকেল হাসপাতাল চালু হলেও পরিকাঠামোর অভাবে মেডিকেল কলেজ কিন্তু এখনও চালু হয়নি। কোচবিহার-২ ব্লকে কিষান মান্ডি চালু না হওয়ায় ব্লকের চাষিদের ফসল বিক্রি করতে খুব সমস্যায় পড়তে হয়। কোচবিহার-২ ব্লকের চাষি তারাপদ বর্মন বলেন, তিনি প্রায় ১৫ বিঘা জমিতে আলু ও অন্য সবজি চাষ করেন। কিন্তু কিষান মান্ডির অভাবে ফসল বিক্রির জন্য তাঁকে ঘোকসাডাঙ্গা বাজারে নিয়ে য়েতে হয়। হিমঘরের অভাবে আলু রাখতে না পেরে জেলায় প্রতি বছর প্রচুর পরিমাণ আলু নষ্ট হয়। এছাড়া ডোডেয়ারহাট সহ জেলার বেশকিছু হাট একেবারে বেহাল অবস্থায় রয়েছে।

অপরদিকে, কেন্দ্রীয় সরকারের নোট বাতিল, জিএসটি চালুর ফলেও জেলায় ব্যাপক প্রভাব পড়েছে। জানা গিয়েছে, জিএসটি চালুর ফলে কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের  বক্সিরহাট ও নাজিরান দেউতিখাতায় থাকা দুটি কমার্শিয়াল সেলস ট্যাক্সের গেট উঠে যায়। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গেট দুটির সঙ্গে জড়িত থাকা প্রায় ১০ হাজার লোক বেকার হয়ে পড়েন। কোচবিহার জেলা ব্যবসাযী সমিতির জেলা সম্পাদক নারায়ণ মোদক বলেন, জিএসটি ও নোটবন্দির ফলে প্রথমদিকে ব্যবসাযীদের খুবই অসুবিধা হয়েছিল। তবে এখন বিষয়টি মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছে। কোচবিহার ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক রাজেন্দ্র বৈদ জানান, জিএসটি ও নোটবন্দির ফলে ব্যবসাযীদের প্রথম দিকে খুব সমস্যায় পড়তে হয়েছিল। তবে এখন মোটামুটি সব ঠিক আছে। এছাড়াও মূলত কেন্দ্রীয় সরকারের অর্থে মেখলিগঞ্জ ও হলদিবাড়ির মধ্যে যোগাযোগকারী জয়ী সেতুর কাজও প্রায় শেষের পথে। এতে মেখলিগঞ্জ ও হলদিবাড়ি মহকুমার দীর্ঘদিন ধরে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা ব্লক দুটির মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে উঠবে। এই সেতুর ফলে দুই ব্লকের লক্ষাধিক মানুষ উপকৃত হবে। এতে মেখলিগঞ্জ মহকুমার আর্থিক ও সামাজিক পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হবে বলে মনে করছে ওযাকিবহাল মহল। যদিও এই সেতু তৈরির কৃতিত্ব নিয়ে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই দড়ি টানাটানি শুরু করেছে।

The post কোচবিহারে বড়ো প্রভাব পড়েছে জিএসটি-নোটবন্দির appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2uPY5nH

April 08, 2019 at 01:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top