সীমান্তে ফাঁকা পড়ে ১০০ বিঘা জমি

জ্যোতি সরকার, জলপাইগুড়ি, ১২ এপ্রিলঃ এখানকার জমির যা চরিত্র তাতে খুব সহজেই পাটের মতো অর্থকরী ফসল চাষ করে লাভবান হওয়া যায়। অথচ নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ বিঘার উপর জমি স্রেফ ফাঁকা পড়ে রয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ভিতরে থাকা এই জমিতে স্বাধীনভাবে চাষ করতে দেওয়ার দাবিতে ভারতীয ভূখণ্ডের কৃষকরা সরব হয়েছেন। এলাকায় ইতিমধ্যেই বেশকিছু ছোটো চা বাগান গড়ে উঠেছে। সীমান্ত এলাকায় পাটচাষের যথেষ্টই খ্যাতি রয়েছে। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) এই এলাকায় পাটচাষে নিষেধাজ্ঞা জারি করেছে। কৃষকরা অবশ্য তা মানতে রাজি নন। তাঁদের দাবি, দেশের নিরাপত্তাজনিত প্রশ্নে কোনো সমঝোতা না করে এই এলাকায় তাঁদের পাটচাষ করতে দেওয়া হোক। ভোটের প্রচারে আসা রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের কাছে কৃষকরা এই দাবিই জানাচ্ছেন।

ভারত-বাংলাদেশ সীমান্তে নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামগুলিতে বর্তমানে নির্বাচনি প্রচার তুঙ্গে উঠেছে। এখানকার কালান্দিপাড়ায় ১১০টি পরিবারের বাস। লাগোযা হিন্দুপাড়াতেও শতাধিক পরিবার রয়েছে। এই এলাকার বাসিন্দা ফতেমা বেওয়া, মিনু বেগম, তসলিম হক, নরবক্তা রহমান, ফয়জুল হকের মতো অনেকেরই জমি কাঁটাতারের ভিতরে ফাঁকা পড়ে রয়েছে। পাশেই প্রতিবেশী বাংলাদেশের পঞ্চগড় জেলা। দুটি গ্রামের বাসিন্দারা মূলত কৃষিজীবী। ফতেমা বিবিরা চান, তাঁদের ফাঁকা পড়ে থাকা জমি চাষবাসের কাজে লাগানো হোক। বিএসএফ অবশ্য নিরাপত্তাজনিত কারণে কাঁটাতারের ভিতরের এলাকায় পাটের মতো ফসলের চাষ করতে দেয় না। পাটগাছ উঁচু হয়ে গেলে নজরদারিতে সমস্যা হয় বলেই এই সিদ্ধান্ত। বাধ্য হয়ে বাসিন্দারা এখানে ধান, তিলের মতো ফসলের চাষ করছেন। সংলগ্ন এলাকায় বেশকিছু চা বাগান গজিয়ে উঠেছে। কৃষকদের অভিযোগ, এই বাগানগুলির কারণেই লাগোয়া জমিতে আগের মতো নানা ফসল চাষ করা যাচ্ছে না। বর্ষার সময় চা বাগানগুলি থেকে জল এসে আবাদি জমিতে আটকে পড়াতেই সমস্যা বড়ো হয়ে দেখা দিচ্ছে। বাসিন্দারা এজন্যই এখানে পাটের মতো অর্থকরী ফসল চাষের দাবিতে সরব হয়েছেন।

কালান্দিপাড়ার বাসিন্দা সোফিয়াজান খাতুন বলেন, দুই গ্রাম লাগোয়া কাঁটাতারের ভিতরে আমার প্রায় সাত বিঘা জমি রয়েছে। পাট চাষের মরশুম আসন্ন। এই চাষ করতে চাই। কালান্দিপাড়া ও হিন্দুপাড়ার বাসিন্দাদের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলি অবশ্য অবগত রয়েছে। কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি নির্মল ঘোষদস্তিদার বলেন, সীমান্তের গরিব কৃষকদের স্বার্থে এখানে চাষাবাদে নতুন সরকারকে পদক্ষেপ করতে হবে। ফরোযার্ড ব্লকের জলপাইগুড়ি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সুবর্ণ রুদ্র বলেন, কাঁটাতারের ভিতরে আবাদি জমি এভাবে ফাঁকা ফেলে রাখা কোনো কাজের কথা নয়। সীমান্তের এ জাতীয় সমস্যা নিয়ে আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চালাচ্ছি। বিজেপির উত্তরবঙ্গের কো-কোঅর্ডিনেটর দীপেন প্রামাণিক বলেন, একসময় নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলাম। তাই এলাকার এই সমস্যাটির বিষয়ে জানি। এ বিষয়ে তাঁরা নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন বলে দীপেনবাবু আশ্বাস দেন।

The post সীমান্তে ফাঁকা পড়ে ১০০ বিঘা জমি appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ItMnXV

April 12, 2019 at 03:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top