মিয়া খলিফা। তার প্রাথমিক পরিচয় পর্ন তারকা হিসেবেই। এখন আর সে পেশার সঙ্গে যুক্ত নন মিয়া। এখন তিনি স্পোর্টস কমেন্টেটর। তবুও তাকে নিয়ে উত্সাহ রয়েছে অনেকেরই। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি মিয়ার ব্যক্তি জীবনে একটি পরিবর্তন হতে চলেছে। বিয়ে করতে চলেছেন তিনি। প্রকাশ্যে জানালেন সে কথা। পাত্র কে? রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক। তিনি পেশায় শেফ। একবার শিকাগোয় একটি খাবারের পাত্রে আংটি লুকিয়ে রেখে তাকে প্রোপোজ করেছিলেন রবার্ট। সে আংটি প্রায় খেয়েই ফেলছিলেন মিয়া। সেই মুহূর্তেই রবার্ট প্রোপোজ করেন। সেই রবার্টকেই বিয়ে করতে চলেছেন, জানালেন মিয়া। সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর স্বীকার করে নিয়েছেন মিয়া। তিনি লিখেছেন, আমার প্রিয় বন্ধুকে বিয়ে করছি। রবার্টের অভিনব প্রোপোজ করার কায়দায় তিনি মুগ্ধ। নতুন জার্নির শুরুটা সেলিব্রেট করতে তারা বেড়াতে যাবেন। আর এস/ ১২ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2P4SLWz
April 12, 2019 at 05:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top