ত্রিপুরা, ১৯ এপ্রিল- ভোটের মুখে বিতর্কে জড়ালেন ত্রিপুরা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎকিশোর দেববর্মন৷ খোয়াই থানার মধ্যেই এক যুবককে সপাটে চড় মারেন মাণিক্য রাজবংশের প্রধান৷ এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সুর ছড়িয়েছে বিরোধীরা৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাটি বৃহস্পতিবারের৷ ওই দিন এক যুবককে আটক করে খোয়াই থানায় আনা হয়৷ অভিযোগ, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী তথা প্রদ্যুৎকিশোরের বোন প্রজ্ঞা দেববর্মনের কনভয়ে হামলা চালায় ওই যুবক৷ কংগ্রেসের দাবি, ধৃত যুবক বিজেপির শরিক দল আইপিএফটি-র সমর্থক৷ অভিযুক্তের আটক হওয়ার খবর পাওয়া মাত্র থানায় সদলবলে প্রবেশ করেন প্রদ্যুৎকিশোর৷ তারপরই অভিযুক্ত যুবককে চড় মারেন তিনি৷ থানায় থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সমস্ত ঘটনা৷ সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক৷ থানায় ঢুকে পেশীশক্তির প্রদর্শন করা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করা হয়নি কেন, উঠছে প্রশ্ন৷ উল্লেখ্য, সদ্য তুলাশিখর এলাকায় জনসভা করে ফেরার পথে প্রজ্ঞা দেববর্মনের কনভয়ের উপর হামলা হয়৷ তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ও পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ৷ যদিও ওই হামলায় আহত হয়নি কেউ৷ আগেই ভোট প্রক্রিয়াকে বিঘ্নিত হওয়ার আশঙ্কায় পূর্ব ত্রিপুরা আসনের ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছিল৷ ২৩ এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে ভোটগ্রহণ হবে৷ এর আগে প্রথম দফার নির্বাচনেও লাগামছাড়া সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে ৪৬০টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল পশ্চিম ত্রিপুরা আসনে। পূর্ব ত্রিপুরাতেও অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিল বিরোধীরা। #WATCH: Tripura Congress President Pradyot Kishore Deb Burman slaps a man inside Khowai police station in Tripura. According to sources, the man was arrested for attacking convoy of Pragya Deb Burman, Tripura Congress candidate Pradyots elder sister pic.twitter.com/dHsW7vK90u ANI (@ANI) April 18, 2019 আর এস/ ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2GvcvQP
April 19, 2019 at 09:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top