ঢাকা, ৩০ এপ্রিল- ভুরিভুরি গোল মিস করেও ৩-০ গোলের জয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মৌসুমীরা সহজেই হারিয়েছে মঙ্গোলিয়াকে। গোল করেছেন মনিকা, মার্জিয়া ও তহুরা। অর্ধডজন সুযোগ নষ্ট করে বাংলাদেশ গোলের দেখা পায় প্রথমার্ধের বাড়িয়ে দেয়া সময়ে। মনিকা চাকমা বাঁ পায়ের ভলিতে মঙ্গোলিয়ার জাল কাঁপালে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশের মেয়েরা। মনিকার বাড়িয়ে দেয়া বল ধরে মার্জিয়া অফসাইড ট্র্যাপ ভেঙ্গে বক্সে ঢুকলে সামনে এগিয়ে আসেন মঙ্গোলিয়ার গোলরক্ষক। কিন্তু মার্জিয়া নিখুঁত প্লেসিংয়ে বল চলে যায় জালে। ৮৫ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোল করেন বদলি স্ট্রাইকার তহুরা খাতুন। মনিকার পাস থেকে বল পেয়ে তহুরা যে শট নেন, তা মঙ্গোলিয়ার এক ডিফেন্ডারের গায়ে লেগে চলে যায় জালে। ৩ মে বাংলাদেশ ফাইনাল খেলবে লাওসের বিরুদ্ধে। সূত্র: জাগো নিউজ২৪ আর এস/ ৩০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2PC5pNb
May 01, 2019 at 03:14AM
30 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top