তৃণমূল প্রার্থীর পা ধুইয়ে দিলেন আদিবাসী মহিলা

বামনগোলা, ১১ এপ্রিলঃ নির্বাচনি প্রচারে গিয়ে বিতর্কে জড়ালেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল-কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর। বৃহস্পতিবার বামনগোলায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। সেখানে এক আদিবাসী মহিলা তৃণমূল প্রার্থীর পা ধুইয়ে দেওয়ার ছবি ভাইরাল হতেই ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। বামনগোলার এক বিজেপি নেতা তথা কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য সজল কৃষ্ণ চৌধুরি বলেন, নির্বাচনি প্রচারে গিয়ে প্রার্থী নিজে দেবীর আসনে বসে তাঁর পা ধুইয়ে নিচ্ছেন। এটা খুবই দৃষ্টিকটূ। সজলবাবু বলেন এটা বিজেপির কালচার নয়। বিজেপির প্রার্থীরা প্রচারে বেড়িয়ে মানুষকে ভগবান ভেবে নমস্কার করেন, প্রণাম করেন। এই বিষয়ে মৌসম নূরের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট দ্বিজেন মণ্ডল বলেন, এদিন মৌসম নূর বামনগোলায় নির্বাচনি প্রচারে গিয়ে জগদলা গ্রাম পঞ্চায়েতের বানপাহাড় গ্রামে গিয়েছিলেন। সেখানে আদিবাসী মহিলা কাঁসার থালায় মৌসমের পা রেখে ধুইয়ে দেন। মৌসম না করেছিলেন। কিন্তু ওই মহিলা জানান কাউকে সম্মান জানাতে এটা আদিবাসী সমাজের নিয়ম। তাই তাঁরা এটা করবেন। এটা নিয়ে বিরোধীদের সমালোচনা করা উচিত নয়।

সংবাদদাতাঃ স্বপনকুমার চক্রবর্তী

The post তৃণমূল প্রার্থীর পা ধুইয়ে দিলেন আদিবাসী মহিলা appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2VJqsQl

April 11, 2019 at 10:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top