ময়নাগুড়িতে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ

ময়নাগুড়ি, ১৮ এপ্রিলঃ বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। ময়নাগুড়ির পেটকাটি এলাকার ঘটনা। আক্রান্ত উজ্জ্বলকান্তি চন্দকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে।

উজ্জ্বলবাবুর অভিযোগ, পেটকাটিতে রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন তৃণমূল সমর্থক তাঁর উপর হামলা চালায়। লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। কোনওমতে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। বিজেপির মধ্যে মন্ডলের সভাপতি সুব্রত কর্মকারের অভিযোগ, ‘পেটকাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যা প্রনতি চন্দ সরকার আমাদের দলের। তাঁর স্বামী উজ্জ্বল সরকারের উপর তৃণমূল উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালায়।’ যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী

The post ময়নাগুড়িতে বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামীকে মারধরের অভিযোগ appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2VQlT6A

April 18, 2019 at 01:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top