শিলিগুড়ি, ৩ এপ্রিলঃ শিলিগুড়িতে এসে মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘মমতার নৌকা ডুবতে চলেছে।’মমতাকে উন্নয়নের জন্য ‘স্পিডব্রেকার’ বলে কটাক্ষ করেন মোদি। তিনি বলেন, ‘রাজ্য থেকে স্পিডব্রেকার সরার অপেক্ষায় আছি।’ এছাড়া রাজ্যের উন্নয়ন, চিটফান্ড কাণ্ড নিয়েও আক্রমণ করেন প্রধানমন্ত্রী। এছাড়া পাকিস্তানে এয়ার স্ট্রাইক নিয়ে মমতা যে প্রশ্ন তুলেছিলেন, তা নিয়েও মমতাকে আক্রমণ করেন তিনি। তবে পাহাড় বা গোর্খাল্যান্ড ইশ্যু নিয়ে এদিন একটি কথাও বলেননি প্রধানমন্ত্রী।
এদিন দুপুর বেলা দেড়টা নাগাদ কাওয়াখালির এসজেডিএ মাঠের সভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু সিং বিস্ট, রূপা গঙ্গোপাধ্যায়,মুকুল রায় সহ উত্তরবঙ্গের বিজেপি নেতারা। শুরুতে বাংলায় মোদি বলেন, ‘আমার ভাই-বোনদের প্রণাম। আপনারা কেমন আছেন?’ তারপরই মমতাকে আক্রমণ শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মমতার সরকার গরিব মানুষদের লুঠ করেছে। চিটফান্ডের মাধ্যমে লুঠ করা হয়েছে। কৃষকদের উন্নয়ন প্রকল্প, গরিবদের চিকিৎসা প্রকল্পে বাধা দিচ্ছেন মমতা। আগে বামেরা যা করত, এখন তৃণমূল তা করছে।’ তিনি বলেন, ‘বাংলায় শুধু কাজ করতে পারিনি। সারা দেশে উন্নয়নের কাজ করেছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানে হামলা হলে আঘাত লাগে আমাদের এখানকার কয়েকজনের। চোট লাগে পাকিস্তানের, যন্ত্রণা হয় মমতার।’ উত্তরবঙ্গের চা শ্রমিকদের উদ্দেশে মোদি বলেন, ‘চা বাগানের শ্রমিকদের জন্য আমাদের সরকার অনেক কাজ করবে। আপনাদের চাওয়ালা উত্তরবঙ্গের চা শিল্পের উন্নতিতে বদ্ধপরিকর। আপনাদের শুভেচ্ছাতে সকলের সঙ্গে টক্কর দিতে তৈরি চৌকিদার।’ এনআরসি নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে। সব গোর্খা ভাইবোনদের বলছি, এনআরসির জন্য আপনাদের কারও কোনো ক্ষতি হবে না। একজন অনুপ্রবেশকারীকেও ছাড়া হবে না।’ উত্তরবঙ্গের জনজাতিদের উন্নতি করা হবে বলেও জানান তিনি। দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু সিং বিস্টকে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রাজু বিস্টকে আমি দু’দশক ধরে চিনি। আপনাদের সব কষ্টের কথা ও জানে। আমি ওদের পাশে আছি।’ এদিন কংগ্রেসকেও আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘কংগ্রেস দেশের সেনাদের বিশ্বাস করে না। এবারের ভোট নিরাপত্তা বাহিনীর সম্মান বাঁচানোর ভোট।’
The post শিলিগুড়িতে এসে মমতাকে কড়া আক্রমণ প্রধানমন্ত্রীর appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Uwbu2o
April 03, 2019 at 03:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন