ঢাকা, ১৯ এপ্রিল-এখনও আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট খেলা হয়নি আবু জায়েদ রাহীর। অথচ তার আগেই সুযোগ পেলেন বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে। তবে অনভিজ্ঞ রাহীর ওপরই আস্থা রাখছেন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি বলেন, আশা করি রাহী চমক হয়ে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ আরও বলেন, আমার মনে হয় বিশ্বকাপের জন্য রাহী ভালো পছন্দ। দলে কিছু চমকে দেওয়ার মতো উপাদান থাকা ভালো। আমরা সবাই জানি যে, সে ওয়ানডে খেলেনি। কমপক্ষে পাঁচ বছর ধরে ঘরোয়া পর্যায়ে ভালো পারফর্ম করেছে। ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতা রাহীকে ভালো খেলতে সাহায্য করবে। আশা করি রাহী চমক হয়ে আমাদের প্রত্যাশা পূরণ করতে পারবে। দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও বিশ্বকাপে সুযোগ হয়নি ইমরুল কায়েসের। গত দুটি বিশ্বকাপ এবং সবশেষ চ্যাম্পিয়নশীপে খেলা ইমরুল প্রসঙ্গে সাবেক প্রধান নির্বাচক বলেন, ফর্ম সব সময় ধর্তব্যে নেওয়া যায় না। যেমন সাকিব-তামিম-মুশফিক-মাহমুদউল্লাহ ফর্মে নেই, তাদের বাদ দিয়ে তো দল করা যাবে না। সবাইকে আত্মবিশ্বাসী করতে হবে, যেটি আসবে টপ ম্যানেজমেন্ট থেকে। এটির অভাব দেখছি এবার। আশঙ্কা হচ্ছে, যখন দল এমন অনিশ্চয়তার মধ্য দিয়ে যায় তখন ভালো করা কঠিন হয়ে যায়। আশা করি এ দলটাই ভালো খেলবে। বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার (১৬ এপ্রিল) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপে বাংলাদেশ দল মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী। এমএ/ ০০:০০/ ১৯ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2Pkqj33
April 19, 2019 at 06:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top