ঢাকা, ২৫ এপ্রিল- ছোট পর্দার প্রিয় মুখ সাবিলা নূর। ইদানিং শুটিং পাড়ায় সাবিলা নূরের দেখা নেই তেমন। মিডিয়া পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে শিগগিরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী। আর বিয়ের জন্যই সাবিলা অভিনয় থেকে দূরে সরে যাচ্ছেন। বিয়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সাবিলা। জানালেন একাডেমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত আছেন তিনি। পরীক্ষা শেষ হলেই টানা ২০ দিন শুটিং করবেন তিনি। সাবিলা বললেন, সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে আমার। সব সময় তো শুটিং নিয়েই ব্যস্ত থাকতেই হয়। তাই পরীক্ষার সময় শুটিং রাখি না। পরীক্ষা শেষে টানা কাজ করতে হবে। সাবিলা নূর বলেন, আমার বিয়ের গুঞ্জন যে ছড়াচ্ছে সে হয়তো আমাকে খুব পছন্দ করে বা খুব অপছন্দ করে। দুটোই হতে পারে। এটা পুরোপুরি অসত্য। চলতি বছর বিয়ে নিয়ে কিছুই ভাবছি না। সাবিলা জানান, ২ মে থেকে টানা শুটিং শুরু করবেন তিনি। ইতোমধ্যে চূড়ান্ত কথা হয়েছে সাগর জাহান, তপু খান, মাহমুদ মাহিন, স্বাধীন আহমেদ বাবু, রাইসুল তমাল ও মাবরুর রশীহ বান্নাহসহ বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে। প্রসঙ্গত, সাবিলা নূর পড়েন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) ইংরেজি বিভাগে। গত ২০ এপ্রিল থেকে তার পঞ্চম সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। শেষ হবে ২৮ এপ্রিল। এইচ/২১:২৭/২৫ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2IHJJym
April 26, 2019 at 03:29AM
25 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top