শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল-কংগ্রেস প্রার্থী অমর সিং রাইয়ের সমর্থনে শিলিগুড়িতে নির্বাচনি জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে এই সভা হচ্ছে। এদিন সভায় মুখ্যমন্ত্রী বলেন-
ধর্মের নামে মানবিকতা, ধর্মের নামে যুদ্ধ নয়।
তবে ইদানীং ধর্মের নামে সমাজকে কলঙ্কিত করতে নতুন ধর্মের আমদানি করছে কেউ কেউ। এই ধরনের শক্তিকে ফ্যাসিবাদী শক্তি বলে।
বিজেপি ৫ বছর ক্ষমতায় ছিল। শুধু ধর্ম বেচে খাবেন না। ধর্ম নিয়ে আমাদের রাজনীতির প্রয়োজন পড়ে না।
কেউ গদা নিয়ে, কেউ তরোয়াল নিয়ে রাস্তায় ভোট চাইতে বেরিয়েছে। মনে রাখবেন এটা বাংলা। বাংলায় এসব করে ভোট হয় না।
বাঘাযতীন পার্কে আমি আগেও মিটিং করেছি। সন্ধ্যাবেলায় মিটিং হলে ভালো হত। কিন্তু আজ ফিরতে হবে। পয়লা বৈশাখের আগে পুজো দিতে চাই। তাই যাচ্ছি। কাল কালীঘাটে পুজো দিয়ে আবার পয়লা বৈশাখের দিন ফিরে আসব। মুর্শিদাবাদ, মালদা থেকে আগামী ১০ দিন প্রচার করব।
শিলিগুড়িকে কি দিইনি, সিপিএম নেতাদের জিজ্ঞাসা করুন, মাঝেমাঝে আমার দুঃখ হয়। রাস্তাঘাট থেকে শুরু করে রেলমন্ত্রী থাকাকালিন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করে দিয়েছি শিলিগুড়িতে।
দার্জিলিং টয়ট্রেন পরিসেবা আমি সংস্কার করেছিলাম। বেঙ্গল সাফারি পার্ক থেকে শুরু করে গজলডোবায় ভোরের আলো, উত্তরকন্যা সব আমরা করে দিয়েছি। দার্জিলিং মোড়ে ফ্লাইওভার কেন্দ্রীয় সরকার তৈরি করছে, আমরা জমি দিয়েছি। বাগডোগরায় এয়ারপোর্ট বাড়াতে আমরা জমি দিয়েছি।
The post শিলিগুড়িতে জনসভায় মমতা, কী বললেন তিনি, দেখে নিন… appeared first on Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal.
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2v1Gid9
April 13, 2019 at 02:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন