ঢাকা, ১৭ এপ্রিল- ১ উইকেটের অপেক্ষায় পেরিয়ে গেছে তিন ম্যাচ। সেই একটি উইকেট ধরা দিচ্ছিলই না। অবশেষে ফুরোলো মাশরাফি বিন মুর্তজার অপেক্ষা। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে স্পর্শ করলেন লিস্ট এ ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার আবাহনী লিমিটেডের হয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে বিকেএসপিতে কাঙ্ক্ষিত সেই উইকেটের দেখা পেয়েছেন মাশরাফি। তার ৪০০তম শিকার ইরফান শুক্কুর। নিজের তৃতীয় ওভারে মাশরাফি বোল্ড করেছেন বাঁহাতি ব্যাটসম্যানকে। এবারের লিগেই ৪০০ উইকেট ক্লাবে নিজেদের প্রথম প্রতিনিধি পেয়েছে বাংলাদেশ। গত ২৭ মার্চ এই মাইলফলক ছুঁয়েছিলেন আব্দুর রাজ্জাক। ২৬৯ ম্যাচে ৪০০ হয়েছিল এই বাঁহাতি স্পিনারের। মাশরাফির লাগল ২৮৭ ম্যাচ। ৩৮৯ উইকেট নিয়ে এবার লিগ শুরু করেছিলেন মাশরাফি। নিউ জিল্যান্ড সফর থেকে ফেরার পর বিশ্রাম শেষে লিগে নিজের প্রথম ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট। পরের তিন ম্যাচে উইকেট ছিল না। পরের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে নেন ৬ উইকেট। এরপর এক ম্যাচে উইকেট ছিল না। পরের ম্যাচে ২ উইকেট নেওয়ার পর উইকেট সংখ্যা দাঁড়ায় ৩৯৯। সেখানেই থমকে ছিলেন ৩ ম্যাচ। অপেক্ষা শেষে এবার এগোতে পারলেন পরের ধাপ। লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের বিশ্বরেকর্ড ওয়াসিম আকরামের। পাকিস্তানী কিংবদন্তি নিয়েছেন ৮৮১ উইকেট। ৬৮৪ উইকেট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকান গ্রেট অ্যালান ডোনাল্ড। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফিই। ২৫৮ উইকেট নিয়ে তিনি সাকিব আল হাসানের চেয়ে এগিয়ে আছেন ১১ উইকেট। সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর আর এস/ ১৭ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2ZgKHXz
April 17, 2019 at 11:08PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন