কলকাতা, ২৫ এপ্রিল- গত বছরের শেষের দিকে দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ছ মাস কাটতে না কাটতেই ফাটল সেই স্কাইওয়াকে। বুধবার দুপুরে ওই ফাটল চোখে পড়ে। জায়গাটি ব্যারিকেড করে ঘিরে রাখা হয়েছে। একদিক দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন ওই স্কাইওয়াকের উপর দিয়ে বহু মানুষ দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির দর্শনে যান ও ফেরেন। এছাড়া স্কাইওয়াকের মাঝ বরাবর রয়েছে একাধিক দোকানও। ২০১৮-র নভেম্বরে স্কাইওয়াকের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্কাইওয়াকের মাধ্যমে মানুষ সরাসরি মন্দিরে চলে যেতে পারেন। ট্রেন থেকে স্টেশনে নেমে সরাসরি স্কাইওয়াকে চলে যাওয়া যায়। যানজট এড়িয়ে নির্বিঘ্নে মন্দিরে যাওয়ার জন্যই এই ব্যবস্থা করা হয়। প্রায় তিন বছর আগে মুখ্যমন্ত্রী এসে এই প্রকল্পের শিলান্যাস করে গিয়েছিলেন। ৩৪০ মিটার লম্বা এবং ৩.৫ মিটার চওড়া নবগঠিত স্কাইওয়াকে রয়েছে ১৪টি এস্কেলেটর৷ ১২টি দরজা৷ বয়স্কদের জন্য বন্দোবস্ত রয়েছে ৪টি লিফটের৷ গোটা স্কাইওয়াক জুড়ে সাউন্ড সিস্টেম রয়েছে। সেখানে গান বাজানো হয়৷ রয়েছে রামকৃষ্ণ দেবের ছবি। ২০১৫ থেকে শুরু হয় স্কাইওয়াকের কাজ৷ প্রকল্প এলাকায় বহু দোকান থাকায় তাদের পুনর্বাসন ঘিরে তৈরি হয় জটিলতা৷ পরে রাজ্য সরকার ঘোষণা করে স্কাইওয়াকে তাদের পুনর্বাসন দেওয়া হবে৷ এই স্কাইওয়াক নির্মাণে খরচ হয়েছে ৬৫ কোটি টাকা৷ কেএমডিএর তত্ত্বাবধানে তৈরি হয়েছিল সেই স্কাইওয়াক। উদ্বোধনের পরই পানের পিক ফেলার ছবি প্রকাশ্যে আসতেই তৈরি হয় বিতর্ক। এবার ফাটলের ছবি সামনে এল। এন এ/ ২৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2L41uKk
April 25, 2019 at 05:50PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.