ঢাকা, ০৭ এপ্রিল- শুক্রবার (৫ এপ্রিল) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করলো বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। ঐতিহ্যবাহী এই সংগঠনটি ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উৎসব ও ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছরের পুরস্কার প্রদান করেছে শুক্রবার। ঐদিন সকাল ১১টায় বাচসাসের সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করা হয়। এরপর সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত আর্কাইভ ভবন মিলনায়তনে বাচসাস চলচ্চিত্র পুরস্কার বিতরণের ৩৯তম আসর অনুষ্ঠিত হয়। কিউট নিবেদিত এ অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের হাতে বাচসাস পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বাচসাস সভাপতি আবদুর রহমান বলেন, বাচসাস পুরস্কারের জন্য চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন। এবারও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়েছে। সংগঠনটির সুবর্ণজয়ন্তীর এবারের আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে কিংবদন্তি চিত্রনায়ক আলমগীরকে। চলচ্চিত্রে অবদানের জন্য বিশিষ্ট পাঁচ ব্যক্তিকে দেওয়া হয়েছে বাচসাস সুবর্ণজয়ন্তীর বিশেষ সম্মাননা। ইমেরিটাস সম্মাননা প্রাপ্তরা হলেন- সৈয়দ হাসান ইমাম (অভিনয় ও নির্মাণ), কোহিনুর আখতার সুচন্দা (অভিনয়), সাবিনা ইয়াসমিন (সঙ্গীত), মীর্জা আবদুল খালেক (প্রদর্শক) ও ফরিদুর রেজা সাগর (প্রযোজক)। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমা থেকে বিভিন্ন শাখায় বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার বিজয়ীরা হলেন: বাচসাস পুরস্কার ২০১৪: শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেশা: দ্য লিডার শ্রেষ্ঠ পরিচালক: সৈকত নাসির (দেশা : দ্য লিডার) শ্রেষ্ঠ সংগীত পরিচালক: আহম্মেদ হুমায়ূন ( স্বপ্ন ছোঁয়া) শ্রেষ্ঠ গায়ক: বেলাল খান (অল্প অল্প প্রেমের গল্প) শ্রেষ্ঠ গায়িকা: লেমিস (অগ্নি) শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: চন্দন রায় চৌধুরী (দেশা : দ্য লিডার) শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): তারিক আনাম খান (দেশা : দ্য লিডার) শ্রেষ্ঠ অভিনেতা: ফেরদৌস (এক কাপ চা) শ্রেষ্ঠ অভিনেত্রী: মাহিয়া মাহি (দেশা : দ্য লিডার) বাচসাস পুরস্কার ২০১৫: শ্রেষ্ঠ চলচ্চিত্র: পদ্ম পাতার জল শ্রেষ্ঠ পরিচালক: মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন) শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক: শওকত আলী ইমন (ব্ল্যাক মানি) শ্রেষ্ঠ গায়ক: আসিফ আকবর (পদ্ম পাতার জল) শ্রেষ্ঠ গায়িকা: এলিটা করিম (পদ্ম পাতার জল) শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: মাহফুজুর রহমান খান ( পদ্ম পাতার জল) শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): সাদেক বাচ্চু (লাভ ম্যারেজ) শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে ): জ্যোতিকা জ্যোতি (অনিল বাগচীর একদিন) শ্রেষ্ঠ অভিনেতা: আরিফিন শুভ (ছুঁয়ে দিলে মন) শ্রেষ্ঠ অভিনেত্রী: বিদ্যা সিনহা সাহা মিম (পদ্ম পাতার জল) বাচসাস পুরস্কার ২০১৬: শ্রেষ্ঠ চলচ্চিত্র: অজ্ঞাতনামা শ্রেষ্ঠ পরিচালক: তৌকীর আহমেদ (অজ্ঞাতনামা) শ্রেষ্ঠ সংগীত পরিচালক: পিন্টু ঘোষ (অজ্ঞাতনামা) শ্রেষ্ঠ গায়িকা: সিঁথি সাহা (ভোলাত যায় না তারে) শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: রাশেদ জামান চৌধুরী ( আয়নাবাজি) শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): ফজলুর রহমান বাবু (অজ্ঞাতনামা) শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে ): মৌসুমী হামিদ (পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী-২) শ্রেষ্ঠ অভিনেতা: চঞ্চল চৌধুরী (আয়নাবাজি) শ্রেষ্ঠ অভিনেত্রী: নাবিলা (আয়নাবাজি) জুরি বোর্ডের বিশেষ পুরস্কার: কুমার বিশ্বজিৎ, সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক (সারাংশে তুমি)। বাচসাস পুরস্কার ২০১৭: শ্রেষ্ঠ চলচ্চিত্র: রাজনীতি ও ঢাকা অ্যাটাক (যৌথ) শ্রেষ্ঠ পরিচালক: হাসিবুর রেজা কল্লোল (সত্তা) শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক: বাপ্পা মজুমদার (সত্তা) শ্রেষ্ঠ গায়ক: জেমস (সত্তা) শ্রেষ্ঠ গায়িকা: মমতাজ (সত্তা) শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান মজনু (রাজনীতি) শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): আনিসুর রহমান মিলন (রাজনীতি) শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): রুনা খান (হালদা) ও নাসরিন (সত্তা) শ্রেষ্ঠ অভিনেতা: শাকিব খান (সত্তা) শ্রেষ্ঠ অভিনেত্রী: তিশা (হালদা) ও অপু বিশ্বাস (রাজনীতি) বাচসাস পুরস্কার ২০১৮: শ্রেষ্ঠ চলচ্চিত্র: দেবী শ্রেষ্ঠ পরিচালক: অনম বিশ্বাস (দেবী) শ্রেষ্ঠ গায়ক: ইমরান (নায়ক) শ্রেষ্ঠ গায়িকা: আঁখি আলমগীর (একটি সিনেমার গল্প) শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: সাইফুল শাহীন (পোড়ামন -২) শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): মিশা সওদাগর (জান্নাত) শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): শবনম ফারিয়া (দেবী) শ্রেষ্ঠ অভিনেতা: সিয়াম (দহন) শ্রেষ্ঠ অভিনেত্রী: জয়া আহসান (দেবী) জুরি বোর্ডের বিশেষ পুরস্কার: পূজা চেরী (নবাগত নায়িকা) জুরিবোর্ডের সভাপতির দায়িত্বে ছিলেন সাংবাদিক ও নির্মাতা নরেশ ভূঁইয়া। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আনজাম মাসুদ, দেবাশীষ বিশ্বাস, সৈকত সালাউদ্দিন ও শান্তা জাহান। আর/০৮:১৪/০৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2WNTr5n
April 07, 2019 at 03:08PM
07 Apr 2019

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top